ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মন্জুরুল ইসলাম বলেছেন, ফাঁস হওয়া প্রশ্নের সাহায্যে হওয়া ডাক্তারের হাতে রোগী হবে মরণাপন্ন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওভাবে যে ডাক্তার হয়ে যায় ভবিষ্যতে তার উত্কৃষ্ট ডাক্তার হওয়া কোনো সম্ভাবনা নেই। সে হবে যেন-তেন ডাক্তার। তার হাতে রোগী মরে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ভবিষ্যতে এরাই দেশের জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। এ শিক্ষাবিদ আরও বলেন, যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিল তাদের নৈতিকতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেল। যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দেয় তাদের না আছে আত্মতৃপ্তি, না আছে বিশ্বাস। সুনীতির চর্চার কাছেও তারা যায় না। তাদের কাছে আশা-প্রত্যাশা করতে পারি না। দুর্নীতিবাজ কর্মকর্তা দেশের উপকার করবে না। তার দুর্নীতি একসময় দেশের জন্য অপকার হয়ে দাঁড়াবে। তিনি বলেন, প্রশ্নফাঁসের মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা অনেক বড় পদে পৌঁছে যাচ্ছে। যে শিক্ষার্থীর বিজ্ঞান নিয়ে ধারণা নেই, সে প্রশ্নফাঁসের মাধ্যমে প্রকৌশলী হলেও দেশের কোনো কাজে আসবে না। ভবিষ্যৎ দেশ গড়ার জন্য নীতিবান মানুষ প্রয়োজন। এ জন্য প্রশ্নফাঁস অবিলম্বে বন্ধ করতে হবে। মন্জুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছে এত পরীক্ষা এসে গেছে যে, তিন থেকে চার বছর পরপর একটি পাবলিক পরীক্ষায় বসতে হচ্ছে তাদের। আর পরীক্ষায় ভালো করার তাড়া কাজ করে ছাত্র-ছাত্রীদের পেছনে। দুর্বল শিক্ষার্থীরা ভালো ফল করতে প্রশ্নফাঁসের পেছনে ছোটে। এত পরীক্ষার কারণেই কিছু দুর্বল শিক্ষার্থীর কাছে প্রশ্নফাঁসের দাবি তৈরি হয়েছে। প্রশ্নফাঁসের জন্য অনেক পরিবারও দায়ী। অভিভাবকরা সন্তানের ভালো ফলের জন্য আপ্রাণ চেষ্টা করে। ভালো ফল করতে অনেক অভিভাবকও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িয়ে যায়। তিনি বলেন, এমন প্রবণতা সৃষ্টি হয়েছে যে, সমাজ এখন আর আলোকিত মানুষ চায় না। শিক্ষার্থী আর তার পরিবার চায় পাস করে ভালো চাকরি করতে। কোচিং সেন্টার আর শিক্ষকরাও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকেন উল্লেখ করে এ শিক্ষাবিদ বলেন, পাবলিক পরীক্ষার সংখ্যা কমাতে হবে। পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষার কোনো প্রয়োজন নেই। এসব পরীক্ষা তুলে দিতে হবে। গ্রামাঞ্চলেও এর কারণে কোচিংয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
ফাঁস প্রশ্নের ডাক্তারে রোগী মরণাপন্ন
—সৈয়দ মনজুরুল ইসলাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর