সরকার দেশে গণতন্ত্রের কবর রচনা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। দুর্ভাগ্য আমাদের, আজকে এমন এক সময় এই দিবস আমাদের পালন করতে হচ্ছে, যখন গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।’ তিনি বলেন, ‘এখন দেশের গণতান্ত্রিক সব রীতিনীতি ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। মানুষের অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কারও জীবনের কোনো নিরাপত্তা নেই। বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ পর্যন্ত দলীয়করণ করা হয়েছে।’ কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এদিনে আমরা যখন এই কথাগুলো বলছি, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য চিরকাল সংগ্রাম করেছেন, তাকে সরকার একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এদিনে অত্যন্ত মর্মাহত হয়ে দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে ক্ষোভের সঙ্গে এর প্রতিপালন করছি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘আশা করছি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, দেশনেত্রীকে মুক্ত করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। যতদিন পর্যন্ত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হয়, যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হয়, ততদিন পর্যন্ত ঐক্য প্রচেষ্টা চলবেই।’
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
কেড়ে নেওয়া হয়েছে গণতন্ত্রের অধিকার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর