মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসকের ধর্ম নয় রোগী জিম্মি

—ডা. রাকিবুল ইসলাম লিটু

চিকিৎসকের ধর্ম নয় রোগী জিম্মি

ধর্মঘট ডেকে রোগীদের জিম্মি করা কখনো চিকিৎসকের ধর্ম হতে পারে না। এটা চিকিৎসা পেশার নীতি পরিপন্থী।

একজন চিকিৎসক হিসেবে রোগীদের এরকম দুর্দশায় ফেলা আমি সমর্থন করি না। দাবি আদায়ে রোগীর চিকিৎসা বন্ধ কখনো মাধ্যম হতে পারে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন হৃদরোগ বিশেষজ্ঞ ও পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. রাকিবুল ইসলাম লিটু। তিনি আরও বলেন, পেশাজীবীদের মধ্যে কেউ যদি অন্যায় করেন তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি হতে পারে। যদি তার প্রতি কোনো অন্যায় হয় তাহলে একই পেশার মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো কর্তব্য। নিজেদের দাবি মানতে বাধ্য করতে রোগীকে বিপদে ফেলা উচিত নয়। পুলিশ বাহিনীর কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তারা কি থানা বন্ধ করে দেন? সেবা চলমান রেখে তারা অভিযোগ তদন্ত করেন। যা-ই ঘটুক— মানুষের জীবন বাজি রেখে দাবি আদায় করা কখনই মানবিক হতে পারে না।

সর্বশেষ খবর