বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দিল্লি বিমানবন্দর থেকে ফিরে গেছেন ব্রিটিশ এমপি কার্লাইল

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

দিল্লি বিমানবন্দর থেকে ফিরে গেছেন ব্রিটিশ এমপি কার্লাইল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী ও দেশটির এমপি লর্ড কার্লাইল দিল্লি বিমানবন্দর থেকে ফিরে গেছেন। তিনি গতরাতে দিল্লি বিমানবন্দরে নামলে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, তার ভ্রমণের আবেদন ও উদ্দেশ্যের সঙ্গে মিল ছিল না। সে কারণে ফিরতি ফ্লাইটেই তাকে উঠিয়ে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ দিল্লিতে তার সংবাদ সম্মেলন করার কথা ছিল। সংবাদ সম্মেলনের জন্য আমন্ত্রণে জানানো হয়েছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের উপদেষ্টা লর্ড কার্লাইল এমপি দিল্লিতে লা মেরিডিয়ান হোটেলে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন এবং শুক্রবার তিনি ফিরে যাবেন। এ সফরে তিনি ভারতের ‘অখ্যাত’ মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের সঙ্গে বৈঠক করবেন। তারাই এর আয়োজক। এ সংগঠনের যুবা শাখার সভানেত্রী লুভনা আসিফ কিছুদিন আগে লর্ড কার্লাইলের মিডিয়া উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। এ সংগঠনই যাবতীয় প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি এ সংগঠনের সঙ্গে ভারতের শাসক দলের একাংশ ও আরএসএসের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। এরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুসলিমদের মধ্যে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে। সূত্রে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে গিয়ে বৈঠক করেন।

সর্বশেষ খবর