মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে তাদের। প্রতিটি পুরুষের মনে রাখা উচিত নারীরা মায়ের জাতি। তাদের সম্মান করে কথা বলা উচিত, সম্মান দেখানো উচিত। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ ও নারী উন্নয়ন শক্তি (নাস) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, প্রায়ই নারী নির্যাতনের কথা শুনতে পাই। মানুষের মানবতা থাকা উচিত। নারীরা নিজ যোগ্যতায় সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে নিয়েছে। নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের সহায়তা করতে হবে। তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টি আলোচনা করে সমাধান করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানে নারী ও শিশু সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক রিপোর্টিংয়ে অবদান রাখায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেছে উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ ও নারী উন্নয়ন শক্তি (নাস)। সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নারীরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নে অবদান রাখছে। এরপরও নারী এবং শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। এটি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নারীরা আজ বিভিন্ন পেশায় কর্মরত। এ সময় নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন পত্রিকায় এবং টিভি রিপোর্টিংয়ে অবদান রাখায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পত্রিকায় আর্টিকেল প্রকাশের জন্য সাংবাদিক ওয়াজেদ হীরা, ইয়াসমিন রীমা, রীতা ভৌমিক এবং টিভি রিপোর্টিংয়ের জন্য ফারজানা শোভা, শাকিলা শারমিন, হুমায়ুন কবির সূর্য্য। পরে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাসসের এমডি আবুল কালাম আজাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
শিরোনাম
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
নারীরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর