মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে তাদের। প্রতিটি পুরুষের মনে রাখা উচিত নারীরা মায়ের জাতি। তাদের সম্মান করে কথা বলা উচিত, সম্মান দেখানো উচিত। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ ও নারী উন্নয়ন শক্তি (নাস) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, প্রায়ই নারী নির্যাতনের কথা শুনতে পাই। মানুষের মানবতা থাকা উচিত। নারীরা নিজ যোগ্যতায় সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে নিয়েছে। নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের সহায়তা করতে হবে। তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টি আলোচনা করে সমাধান করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানে নারী ও শিশু সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক রিপোর্টিংয়ে অবদান রাখায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেছে উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ ও নারী উন্নয়ন শক্তি (নাস)। সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নারীরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নে অবদান রাখছে। এরপরও নারী এবং শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। এটি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নারীরা আজ বিভিন্ন পেশায় কর্মরত। এ সময় নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন পত্রিকায় এবং টিভি রিপোর্টিংয়ে অবদান রাখায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পত্রিকায় আর্টিকেল প্রকাশের জন্য সাংবাদিক ওয়াজেদ হীরা, ইয়াসমিন রীমা, রীতা ভৌমিক এবং টিভি রিপোর্টিংয়ের জন্য ফারজানা শোভা, শাকিলা শারমিন, হুমায়ুন কবির সূর্য্য। পরে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাসসের এমডি আবুল কালাম আজাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
নারীরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর