মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে তাদের। প্রতিটি পুরুষের মনে রাখা উচিত নারীরা মায়ের জাতি। তাদের সম্মান করে কথা বলা উচিত, সম্মান দেখানো উচিত। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ ও নারী উন্নয়ন শক্তি (নাস) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, প্রায়ই নারী নির্যাতনের কথা শুনতে পাই। মানুষের মানবতা থাকা উচিত। নারীরা নিজ যোগ্যতায় সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে নিয়েছে। নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের সহায়তা করতে হবে। তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টি আলোচনা করে সমাধান করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানে নারী ও শিশু সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক রিপোর্টিংয়ে অবদান রাখায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেছে উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ ও নারী উন্নয়ন শক্তি (নাস)। সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নারীরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নে অবদান রাখছে। এরপরও নারী এবং শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। এটি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নারীরা আজ বিভিন্ন পেশায় কর্মরত। এ সময় নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন পত্রিকায় এবং টিভি রিপোর্টিংয়ে অবদান রাখায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পত্রিকায় আর্টিকেল প্রকাশের জন্য সাংবাদিক ওয়াজেদ হীরা, ইয়াসমিন রীমা, রীতা ভৌমিক এবং টিভি রিপোর্টিংয়ের জন্য ফারজানা শোভা, শাকিলা শারমিন, হুমায়ুন কবির সূর্য্য। পরে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাসসের এমডি আবুল কালাম আজাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
নারীরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর