দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক নৈশপ্রহরীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। একইসঙ্গে তারা আরও দুজনকে ছুরিকাঘাত করে আহত করেছে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন এক খুনিকে গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করেছে। গতকাল ভোরের দিকে শালবাগান ও হাটখোলা মোড়ে ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে বীরগঞ্জ পৌরসভার জেলখানা মোড় এলাকার আবুল কাশেমের ছেলে নৈশপ্রহরী সুরুজ আলী (৪০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন এবং একই এলাকার তারা মিয়ার ছেলে রবিউল ইসলামকে (৩২) গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আরেক নৈশপ্রহরী বীরগঞ্জ হাটখোলা এলাকার মৃত মধু মিয়ার ছেলে শহীদ (৩৮) ও তার তিন বছরের ছেলে একরামুল। শহীদকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একরামুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য থেকে জানা গেছে, গতকাল ভোরে বীরগঞ্জ পৌরসভার শালবাগান মোড়ে নৈশপ্রহরী সুরুজ আলীকে কতিপয় দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এরপর বীরগঞ্জ হাটখোলা মোড়ে তারা আরেক নৈশপ্রহরী শহীদকে ছুরিকাঘাত করে। এ সময় শহীদের তিন বছরের ছেলে একরামুলও আহত হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতা জেলখানা মোড় এলাকায় রবিউল ইসলামকে খুঁজতে থাকে। সকাল ৮টায় রবিউলকে কাহারোলের তেরমাইল গড়েয়া নামক স্থানে পেয়ে বিক্ষুব্ধরা ধরে নিয়ে বীরগঞ্জ শালবাগান মোড়ে এনে গণপিটুনি দেয়। এক পর্যায়ের তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ভোর সাড়ে ৫টা থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকাল ১০টায় যান চলাচল শুরু হয়। পুলিশ সুপার হামিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিরোনাম
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন