দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক নৈশপ্রহরীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। একইসঙ্গে তারা আরও দুজনকে ছুরিকাঘাত করে আহত করেছে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন এক খুনিকে গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করেছে। গতকাল ভোরের দিকে শালবাগান ও হাটখোলা মোড়ে ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে বীরগঞ্জ পৌরসভার জেলখানা মোড় এলাকার আবুল কাশেমের ছেলে নৈশপ্রহরী সুরুজ আলী (৪০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন এবং একই এলাকার তারা মিয়ার ছেলে রবিউল ইসলামকে (৩২) গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আরেক নৈশপ্রহরী বীরগঞ্জ হাটখোলা এলাকার মৃত মধু মিয়ার ছেলে শহীদ (৩৮) ও তার তিন বছরের ছেলে একরামুল। শহীদকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একরামুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য থেকে জানা গেছে, গতকাল ভোরে বীরগঞ্জ পৌরসভার শালবাগান মোড়ে নৈশপ্রহরী সুরুজ আলীকে কতিপয় দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এরপর বীরগঞ্জ হাটখোলা মোড়ে তারা আরেক নৈশপ্রহরী শহীদকে ছুরিকাঘাত করে। এ সময় শহীদের তিন বছরের ছেলে একরামুলও আহত হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতা জেলখানা মোড় এলাকায় রবিউল ইসলামকে খুঁজতে থাকে। সকাল ৮টায় রবিউলকে কাহারোলের তেরমাইল গড়েয়া নামক স্থানে পেয়ে বিক্ষুব্ধরা ধরে নিয়ে বীরগঞ্জ শালবাগান মোড়ে এনে গণপিটুনি দেয়। এক পর্যায়ের তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ভোর সাড়ে ৫টা থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকাল ১০টায় যান চলাচল শুরু হয়। পুলিশ সুপার হামিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
নৈশপ্রহরীকে কুপিয়ে খুন, পুড়িয়ে হত্যা সন্দেহভাজনকে
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর