দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক নৈশপ্রহরীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। একইসঙ্গে তারা আরও দুজনকে ছুরিকাঘাত করে আহত করেছে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন এক খুনিকে গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করেছে। গতকাল ভোরের দিকে শালবাগান ও হাটখোলা মোড়ে ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে বীরগঞ্জ পৌরসভার জেলখানা মোড় এলাকার আবুল কাশেমের ছেলে নৈশপ্রহরী সুরুজ আলী (৪০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন এবং একই এলাকার তারা মিয়ার ছেলে রবিউল ইসলামকে (৩২) গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আরেক নৈশপ্রহরী বীরগঞ্জ হাটখোলা এলাকার মৃত মধু মিয়ার ছেলে শহীদ (৩৮) ও তার তিন বছরের ছেলে একরামুল। শহীদকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একরামুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য থেকে জানা গেছে, গতকাল ভোরে বীরগঞ্জ পৌরসভার শালবাগান মোড়ে নৈশপ্রহরী সুরুজ আলীকে কতিপয় দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এরপর বীরগঞ্জ হাটখোলা মোড়ে তারা আরেক নৈশপ্রহরী শহীদকে ছুরিকাঘাত করে। এ সময় শহীদের তিন বছরের ছেলে একরামুলও আহত হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতা জেলখানা মোড় এলাকায় রবিউল ইসলামকে খুঁজতে থাকে। সকাল ৮টায় রবিউলকে কাহারোলের তেরমাইল গড়েয়া নামক স্থানে পেয়ে বিক্ষুব্ধরা ধরে নিয়ে বীরগঞ্জ শালবাগান মোড়ে এনে গণপিটুনি দেয়। এক পর্যায়ের তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ভোর সাড়ে ৫টা থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকাল ১০টায় যান চলাচল শুরু হয়। পুলিশ সুপার হামিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিরোনাম
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি