দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক নৈশপ্রহরীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। একইসঙ্গে তারা আরও দুজনকে ছুরিকাঘাত করে আহত করেছে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন এক খুনিকে গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করেছে। গতকাল ভোরের দিকে শালবাগান ও হাটখোলা মোড়ে ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে বীরগঞ্জ পৌরসভার জেলখানা মোড় এলাকার আবুল কাশেমের ছেলে নৈশপ্রহরী সুরুজ আলী (৪০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন এবং একই এলাকার তারা মিয়ার ছেলে রবিউল ইসলামকে (৩২) গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আরেক নৈশপ্রহরী বীরগঞ্জ হাটখোলা এলাকার মৃত মধু মিয়ার ছেলে শহীদ (৩৮) ও তার তিন বছরের ছেলে একরামুল। শহীদকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একরামুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য থেকে জানা গেছে, গতকাল ভোরে বীরগঞ্জ পৌরসভার শালবাগান মোড়ে নৈশপ্রহরী সুরুজ আলীকে কতিপয় দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এরপর বীরগঞ্জ হাটখোলা মোড়ে তারা আরেক নৈশপ্রহরী শহীদকে ছুরিকাঘাত করে। এ সময় শহীদের তিন বছরের ছেলে একরামুলও আহত হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতা জেলখানা মোড় এলাকায় রবিউল ইসলামকে খুঁজতে থাকে। সকাল ৮টায় রবিউলকে কাহারোলের তেরমাইল গড়েয়া নামক স্থানে পেয়ে বিক্ষুব্ধরা ধরে নিয়ে বীরগঞ্জ শালবাগান মোড়ে এনে গণপিটুনি দেয়। এক পর্যায়ের তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ভোর সাড়ে ৫টা থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকাল ১০টায় যান চলাচল শুরু হয়। পুলিশ সুপার হামিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
নৈশপ্রহরীকে কুপিয়ে খুন, পুড়িয়ে হত্যা সন্দেহভাজনকে
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর