দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক নৈশপ্রহরীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। একইসঙ্গে তারা আরও দুজনকে ছুরিকাঘাত করে আহত করেছে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন এক খুনিকে গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করেছে। গতকাল ভোরের দিকে শালবাগান ও হাটখোলা মোড়ে ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে বীরগঞ্জ পৌরসভার জেলখানা মোড় এলাকার আবুল কাশেমের ছেলে নৈশপ্রহরী সুরুজ আলী (৪০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন এবং একই এলাকার তারা মিয়ার ছেলে রবিউল ইসলামকে (৩২) গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আরেক নৈশপ্রহরী বীরগঞ্জ হাটখোলা এলাকার মৃত মধু মিয়ার ছেলে শহীদ (৩৮) ও তার তিন বছরের ছেলে একরামুল। শহীদকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একরামুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য থেকে জানা গেছে, গতকাল ভোরে বীরগঞ্জ পৌরসভার শালবাগান মোড়ে নৈশপ্রহরী সুরুজ আলীকে কতিপয় দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এরপর বীরগঞ্জ হাটখোলা মোড়ে তারা আরেক নৈশপ্রহরী শহীদকে ছুরিকাঘাত করে। এ সময় শহীদের তিন বছরের ছেলে একরামুলও আহত হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতা জেলখানা মোড় এলাকায় রবিউল ইসলামকে খুঁজতে থাকে। সকাল ৮টায় রবিউলকে কাহারোলের তেরমাইল গড়েয়া নামক স্থানে পেয়ে বিক্ষুব্ধরা ধরে নিয়ে বীরগঞ্জ শালবাগান মোড়ে এনে গণপিটুনি দেয়। এক পর্যায়ের তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ভোর সাড়ে ৫টা থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকাল ১০টায় যান চলাচল শুরু হয়। পুলিশ সুপার হামিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিরোনাম
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
- ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া
- রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
- যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৩৮ ট্রিলিয়ন ডলার, নাগরিকপ্রতি দায় ১ লাখ ১১ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ
- ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ
- ওপেনএআইয়ের ‘অ্যাটলাস’ বাজারে আসতেই গুগলের শেয়ারে বড় ধস
- নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড
- টিএমএসএস আইসিটি ইনস্টিটিউট ও টাউনলাইফ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর