দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আইন তৈরি করা হয় মানার জন্য, ভাঙার জন্য নয়। আইন না মানার কারণেই দুর্নীতি হচ্ছে। সড়ক ও মহাসড়কের বেপরোয়া যানবাহনের কর্মকাণ্ড মনিটরিং করবে দুদক। গতকাল দুদক প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তমচর্চার বিকাশে এফএম বেতারের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেডিও ভূমির শামস সুমন, পিপলস রেডিওর আবদুল আউয়াল, রেডিও টুডের মো. সোয়েবুল হক ও এবিসি রেডিওর তালাত মাহমুদ। ইকবাল মাহমুদ আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধকে আরও শানিত করার লক্ষ্যে কমিশন এফএম বেতারের সহযোগিতায় কিছু বিশেষ বার্তা প্রচার করতে চায়। উত্তমচর্চার বিকাশে তরুণ প্রজন্মকে নানাভাবে সম্পৃক্ত করেছে জানিয়ে তিনি বলেন, কমিশন কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত প্রায় ২৫ হাজার সততা সংঘের মাধ্যমে দেশব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, কার্টুন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করা হচ্ছে। শিক্ষার মান নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক কিছু সমালোচনা রয়েছে। নতুন প্রজন্মকে যদি সুশিক্ষায় বা মূল্যবোধসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে সক্ষম মানবসম্পদে পরিণত করা না যায়, তাহলে টেকসই উন্নয়ন কঠিন হতে পারে। দুদক অভিযোগ কেন্দ্র হটলাইন-১০৬-সহ বিভিন্ন মাধ্যমে হাজার হাজার অভিযোগ আসে। তবে এসব অভিযোগের অধিকাংশই কমিশন আইনের তফসিলবহির্ভূত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। এতে অভিযোগকারীদের কাছে ভুল বার্তা যায় এবং তারাও হতাশ হন। দুদক চেয়ারম্যান বলেন, রেডিও ও টেলিভিশনের মান নিয়ে কাজ করে সব প্রতিষ্ঠানের কার্যপদ্ধতি কমিশন বিধিমতো খতিয়ে দেখতে পারে। সড়কে বিশৃঙ্খলা নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আইন তৈরি করা হয় আইন মানার জন্য, তা ভাঙার জন্য নয়। বিআরটিএর বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কমিশন সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে। মামলা ও গ্রেফতার করা হয়েছে, তারপরও অভিযোগের অন্ত নেই। কীভাবে উল্টো পথে গাড়ি চলে প্রশ্ন রেখে দুদক চেয়ারম্যান বলেন, এটা অবশ্যই থামাতে হবে। পথচারী সেতু রয়েছে অথচ আমরা কেউ ব্যবহার করব না এটা হতে পারে না। দুদকের কেউ যদি দুর্নীতি করে, তাহলে তার বিরুদ্ধে অন্যান্য নাগরিকের বিরুদ্ধে যেভাবে আইন প্রয়োগ করা হয় একইভাবে আইন প্রয়োগ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির তদন্ত দ্রুত সম্পন্ন হবে।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
আইন না মানার কারণেই দুর্নীতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম