বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাংবাদিক নেতারা যা বললেন

ভালো সংকেত নয় গণমাধ্যমের জন্য

----- রিয়াজউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ভালো সংকেত নয় গণমাধ্যমের জন্য

ইংরেজি দৈনিক নিউজ টু ডের প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেছেন, এটা গণমাধ্যমের জন্য খুব ভালো সংকেত নয়। অনেকে এটিকে অশনিসংকেত বলেন। ১৯৭৫ সালে যখন স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা বিশেষ ক্ষমতা আইন পাস হয় তখনো আমরা আপত্তি জানিয়েছিলাম। তখন আমাদের বলা হয়েছিল এটি একটি ঘুমন্ত বাঘ। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা স্বাধীন সাংবাদিকতায় বাধা হবে না। কিন্তু ৩২ ধারায় ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট ফিরিয়ে আনা হয়েছে। আমরা জানি ওই অ্যাক্টটি ব্রিটিশ আমলে ঔপনিবেশিক শাসকদের অনিয়ম-দুর্নীতির খবর যাতে প্রকাশ না হয় সে জন্য করা হয়েছিল। সাংবাদিকদের জন্য নয়। ওই আইনটিকে তো আবার তুলে আনা হয়েছে। এই আইনের একটি ধারা রয়েছে যা অজামিনযোগ্য। তিনি বলেন, ৫৭ ধারায় যেসব মামলা হয়েছে এগুলোও তো চলবে। রিয়াজউদ্দিন বলেন, যখন সাংবাদিকতার ওপর ভয় থাকে, মাথার ওপর খড়্গ থাকে, তখন কিন্তু স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়।

তখন কিন্তু নিজ থেকেই সেলফ সেন্সরশিপ চলে আসবে। তিনি বলেন, এই আইন পাস হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা, মিডিয়া, কথা বলার স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। এতে করে আমরা সামনের দিকে না এগিয়ে পেছনের দিকে যাব।

সর্বশেষ খবর