বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি প্রশ্রয় দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি প্রশ্রয় দেওয়া যাবে না

অধ্যাপক নজরুল ইসলাম

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, চুলচেরা বিশ্লেষণের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা অনুমোদন দিতে হবে। প্রকল্পে অকারণে সময়ক্ষেপণ, অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতি প্রশ্রয় দেওয়া যাবে না। নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে প্রকল্প

সম্পন্নকারীকে পুরস্কার প্রদানের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রায়ই শোনা যায়। তাই সৎ-দক্ষ ব্যক্তিকে প্রকল্পের দায়িত্ব দিতে হবে। অদক্ষ মানুষকে কাজ দিলে নির্ধারিত সময়ে প্রকল্প আলোর মুখ দেখবে না। অবকাঠামোগত উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ হলো সঠিক সময়ে আদর্শ মান বজায় রেখে কাজ শেষ করা। মেগাপ্রকল্পের ক্ষেত্রে আরও বেশি চিন্তাভাবনা করে কাজ করতে হবে। কারণ এসব প্রকল্প দুর্বলভাবে সম্পন্ন হলে জাতীয় ক্ষতি হয়। অধ্যাপক নজরুল ইসলাম আরও বলেন, মানুষকে ভালো কাজের পুরস্কার দিলে উৎসাহিত হয়। তাই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সঠিক সময়ে আদর্শমান বজায় রাখতে পারলে তাদের পুরস্কৃত করা উচিত। একইভাবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। দুর্নীতি উন্নয়নের পথে বড় অন্তরায়। অবকাঠামো খাতে দুর্নীতির অভিযোগ বেশি শোনা যায়। তাই এই খাতকে দুর্নীতিমুক্ত করে দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে।

সর্বশেষ খবর