বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার জানালেন, তিনি বাংলাদেশের পক্ষে একজন ভালো সেলসম্যান হতে চান। গতকাল দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দেশটির সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুন্শি বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা জোরদার করতে টিকফা চুক্তি হয়েছে। দ্বিপক্ষীয় এ টিকফা চুক্তি অর্থবহ করতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। বাংলাদেশে এনার্জি, পাওয়ার, শিপিং, এলএনজি ও এয়ারলাইনস সেক্টরে ২ বিলিয়ন ডলারের বেশি মার্কিন বিনিয়োগ রয়েছে। বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এতে উভয় দেশ লাভবান হবে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলসম্যান হতে চাই। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো। এ দেশের তৈরি পোশাক কারখানাগুলোর কাজের পরিবেশ উন্নত হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান অনেক। বাংলাদেশে মার্কিন বাণিজ্য বাড়াতে কমার্শিয়াল কাউন্সিলর নিয়োগের প্রক্রিয়া চলছে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব (প্রশাসন) এস এম রেদওয়ান হোসেন, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী ও রপ্তানি শাখার অতিরিক্ত সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বাংলাদেশের পক্ষে সেলসম্যান হতে চাই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর