ভারতের সপ্তদশ লোকসভা ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। মোট ৫৪৩ লোকসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ করা হবে সাত পর্যায়ে। আগে হয়েছে নয় পর্যায়ে। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত চল্লিশ দিন জুড়ে। ভোট গণনা ২৩ মে। প্রথম ভোট হবে ১১ এপ্রিল। দ্বিতীয় পর্যায় হবে ১৮ এপ্রিল। তৃতীয় পর্যায় ২৩ এপ্রিল। চতুর্থ পর্যায় ২৯ এপ্রিল। পঞ্চম পর্যায় ৬ মে। ষষ্ঠ পর্যায় ১২ মে। সপ্তম পর্যায় ১৯ মে। এই সঙ্গে অন্ধ্র, উড়িষ্যা, অরুণাচল এবং সিকিমে বিধানসভার ভোট একসঙ্গে হবে। ভারতের ঊনত্রিশটি প্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে ভোট হবে সাত পর্যায়ে। তবে প্রত্যেক প্রদেশের ভোটের ফল ঘোষণা হবে একসঙ্গে তেইশ মে। জন্মু ও কাশ্মীরে ভোট হবে পাঁচ পর্যায়ে। চার পর্যায়ে ভোট হবে ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও উড়িষ্যায়। তৃতীয় পর্যায়ে হবে আসাম ও ছত্তিশগড়, দুই পর্যায়ে হবে কর্ণাটক, মণিপুর, রাজস্থান ও ত্রিপুরায়। অবশিষ্ট বাইশটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট হবে একদিনে। তার মধ্যে তামিলনাড়–, অন্ধ্র দিল্লিতে ভোট হবে একদিনে। অন্ধ্রর, তামিলনাড়ুতে মোট আসন চল্লিশ হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে কেন সাত পর্যায়ে করা হলো তার জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সুবিধার জন্যই করা হয়েছে। তিনি জানান, ভারতে মোট ভোটারের সংখ্যা এবার নব্বই কোটি। গতবারের তুলনায় সাড়ে আট কোটি বেড়েছে। প্রত্যেক প্রার্থীকে তাদের অপরাধমূলক কাজের রেকর্ড, আয়, শিক্ষাগত যোগ্যতা ঘোষণা করতে হবে। ইভিএম মেশিন সব কেন্দ্রে প্রযোজ্য হবে। তাতে প্রার্থীদের ছবি থাকবে। পশ্চিমবঙ্গ বেয়াল্লিশটি আসন ভাগ করা হয়েছে একটি বা দুটি করে। প্রথম পর্যায়ে মাত্র দুটি আসনে ভোট হবে। তেমনি ছত্তিশগড়ের কুড়িটি আসনের ক্ষেত্রে প্রথম পর্যায়ে হবে একটি আসনে। পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশে হবে সাত পর্যায়ে। সেখানে মোট আসন আশিটি। বিরোধী দলগুলো দাবি জানিয়েছিল প্রত্যেক ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাড রাখা। অর্থ্যাৎ প্রত্যেক ভোটের সঙ্গে কাগজের ভোট হবে। তবে নির্বাচন কমিশনার জানিয়েছেন এই বিষয় তাঁরা কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন। বর্তমান ষষ্ঠ লোকসভার মেয়াদ উত্তীর্ণ হবে ২ জুন। তার মধ্যেই নতুন সরকার গঠিত হতে হবে। ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, ‘এটা গণতন্ত্রের উৎসব। সব দল যোগদান করবে।’
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
ভারতে লোকসভা ভোট ১১ এপ্রিল শুরু ফলাফল ২৩ মে
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর