রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বনানীর আগুন নিয়ে ১৪ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বনানীর আগুনের ঘটনায় ১৪ দফা সুপারিশ দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর তদন্ত দল। এর মধ্যে রয়েছে- নকশা প্রণয়নে অগ্নিঝুঁকি কমানোয় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিএনবিসি প্রণয়ন কমিটি কর্তৃক সুপারিশকৃত সর্বশেষ খসড়াটিকে অনতিবিলম্বে অনুমোদন করতে হবে। রাজউকের কাছে নকশা জমা দেওয়ার আগে যোগ্যতাসম্পন্ন প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদ দিয়ে রিভিউ করাতে হবে। যারা রিভিউ করবেন তাদের যোগ্যতা কমিটির মাধ্যমে সরকার নির্ধারণ করবে। বাইরে গ্লাস প্যানেল ব্যবহার করলে ভিতরে অগ্নি সুরক্ষা দেয়াল দিতে হবে। জরুরি বহির্গমন সিঁড়িতে অগ্নি সুরক্ষা দরজা থাকতে হবে এবং সিঁড়িঘরকে ধোঁয়ামুক্ত নিশ্চিত করতে হবে। স্থাপনা থেকে ৫০ ফুটের মধ্যে অগ্নিনির্বাপক পানির কল বসাতে হবে। আইইবির প্রতিবেদনে বলা হয়, অষ্টম তলা থেকে সূত্রপাত হয় আগুনের। দুটি পথে সে আগুন ছড়িয়ে পড়ে নবম ও দশম তলায়। নিহত ২৬ জনের বেশির ভাগের মৃত্যু হয় বিষাক্ত ধোঁয়া আর অক্সিজেনের অভাবে। কয়েকজনের মৃত্যু হয় তার বেয়ে নামতে গিয়ে। বেশ কয়েকটি কারণে কাজে লাগেনি জরুরি বহির্গমন সিঁড়িটি। অগ্নিনির্বাপনব্যবস্থাও ছিল অপ্রতুল ও অপরিকল্পিত। ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন অষ্টম তলা থেকে নবম ও দশম তলায় ছড়িয়ে পড়ে। ভবনের উত্তর-পূর্ব কোণের রান্নাঘর ও মধ্যবর্তী রুমটিকে আগুনের সূত্রপাতের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে ছিল এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক শর্টসার্কিট, চেয়ার-টেবিল ও কাপড় তৈরির সুতা। পাশের রান্নাঘরে ছিল গ্যাস বারনার। এ ছাড়া অষ্টম তলার সিলিংয়ের ওপরের বৈদ্যুতিক তার বা এয়ারকন্ডিশনার তারের ইনসুলেশন থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আগুনে বিভিন্ন অংশের তাপমাত্রা ৬০০ ডিগ্রি ছাড়িয়ে যায় এবং গ্লাসসংশ্লিষ্ট অ্যালুমিনিয়াম গলে যায়। বাইরের ও ভিতরের তাপমাত্রার পার্থক্যের কারণে কাচ ফেটে আগুন অন্য তলায় ছড়িয়ে পড়ে। ভবনটির নকশা প্রণয়নে অগ্নিনিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি। জরুরি বহির্গমন সিঁড়ি সাধারণ সিঁড়ির পাশে হওয়ায় ধোঁয়ার কারণে কেউ সেই সিঁড়ি ব্যবহার করতে পারেনি। এ ছাড়া সিঁড়ির সামনে কোথাও নামাজের স্থান, কোথাও বড় সাহেবের খাবারের স্থান, কোথাও ছিল তালাবদ্ধ। ভবনটির দুটি তলার মাঝে যে অগ্নিনিরোধক দেয়াল ছিল তা অপ্রতুল। প্রতি তলায় ইচ্ছামতো ভিতরের ডিজাইন পরিবর্তন করা হয়েছে। অষ্টম তলায় যেখানে অফিস, নবম তলায় সেখানে টয়লেট ও রান্নাঘর। ফলে অষ্টম তলায় সিলিংয়ের ওপরের পিভিসি পাইপ গলে নবম তলায় আগুন ছড়ায়। ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা।

সর্বশেষ খবর