রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক

ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায়

যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসেফিক বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড গতকাল দুদিনের সফরে ঢাকায় এসেছেন। তিনি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো ব্রিটিশ মন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎ। বৈঠকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশকে দেওয়া ব্রিটিশ সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার  বিষয়ে আলোচনা হবে। সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার ইস্যুগুলো নিয়েও কথা বলবেন তিনি। এছাড়া বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য বেশ কয়েকটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ক্যাম্পাস স্থাপনের এ প্রক্রিয়া আরও দ্রুততর করার উপায় নিয়ে আলোচনা করবে তিনি। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেও বৈঠক করবেন মার্ক ফিল্ড।

সর্বশেষ খবর