পরিত্যক্ত বিজিএমইএ ভবন ভাঙতে পূর্ণ প্রস্তুতি শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভাঙার কাজ শুরু করতে গতকাল দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। আগের দিন ভবনের প্রতিটি তলায় সিলগালা করার পর নিরাপত্তার জন্য বসানো হয়েছে পুলিশ। এদিকে ভবনটি ভাঙতে প্রয়োজনে চীনা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। তাদের দেশে কোন প্রক্রিয়ায় বহুতল ভবন ভাঙা হয়েছে সেসব অভিজ্ঞতা নেওয়া হবে। এ ছাড়া কীভাবে অল্প সময়ে ভবনটি ভাঙা হবে, নাকি ডিনামাইট ব্যবহার করে ভবনটি ভাঙা হবে- তা নিয়ে চলছে আলোচনা। এর আগে ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিজয় সরণিতে অবস্থিত র্যাংকস ভবন ভাঙার তিক্ত অভিজ্ঞতার মতো কোনো ঝুঁকি নেবে না রাজউক। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অফিসিয়াল ফাইলে বিজিএমইএ ভবনটি ভাঙা শুরু হয়েছে। ভেঙে ফেলার দৃশ্যমান কার্যক্রম মাসখানেকের মধ্যেই শুরু হবে বলে জানান তারা। গতকাল বিজিএমইএ ভবনে গিয়ে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য প্রধান ফটকের সামনে বসে অলস সময় পার করছেন। ভবনের প্রতিটি ফ্লোর সিলগালা করে রাখায় ভিতরে কেউ প্রবেশ করতে পারেনি। কোনো প্রয়োজনে সুনসান নীরব ভবনটিতে কাউকে আসতেও দেখা যায়নি। তবে সেখানে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজউকের প্রধান প্রকৌশলী এ এস এম রায়হানুল ফেরদৌস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অফিসিয়াল ফাইলে ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। তবে তা দৃশ্যমান নয়। দৃশ্যমান হতে আরও মাসখানেক সময় লাগবে। মঙ্গলবার ভবনটি ভাঙার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে সেখানে যায় রাজউক। বিজিএমইএ কর্তৃপক্ষও তাদের মালামাল সরিয়ে নেয়। এ জন্য তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ভবনটিতে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয় রাজউক কর্তৃপক্ষ।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী