পরিত্যক্ত বিজিএমইএ ভবন ভাঙতে পূর্ণ প্রস্তুতি শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভাঙার কাজ শুরু করতে গতকাল দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। আগের দিন ভবনের প্রতিটি তলায় সিলগালা করার পর নিরাপত্তার জন্য বসানো হয়েছে পুলিশ। এদিকে ভবনটি ভাঙতে প্রয়োজনে চীনা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। তাদের দেশে কোন প্রক্রিয়ায় বহুতল ভবন ভাঙা হয়েছে সেসব অভিজ্ঞতা নেওয়া হবে। এ ছাড়া কীভাবে অল্প সময়ে ভবনটি ভাঙা হবে, নাকি ডিনামাইট ব্যবহার করে ভবনটি ভাঙা হবে- তা নিয়ে চলছে আলোচনা। এর আগে ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিজয় সরণিতে অবস্থিত র্যাংকস ভবন ভাঙার তিক্ত অভিজ্ঞতার মতো কোনো ঝুঁকি নেবে না রাজউক। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অফিসিয়াল ফাইলে বিজিএমইএ ভবনটি ভাঙা শুরু হয়েছে। ভেঙে ফেলার দৃশ্যমান কার্যক্রম মাসখানেকের মধ্যেই শুরু হবে বলে জানান তারা। গতকাল বিজিএমইএ ভবনে গিয়ে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য প্রধান ফটকের সামনে বসে অলস সময় পার করছেন। ভবনের প্রতিটি ফ্লোর সিলগালা করে রাখায় ভিতরে কেউ প্রবেশ করতে পারেনি। কোনো প্রয়োজনে সুনসান নীরব ভবনটিতে কাউকে আসতেও দেখা যায়নি। তবে সেখানে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজউকের প্রধান প্রকৌশলী এ এস এম রায়হানুল ফেরদৌস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অফিসিয়াল ফাইলে ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। তবে তা দৃশ্যমান নয়। দৃশ্যমান হতে আরও মাসখানেক সময় লাগবে। মঙ্গলবার ভবনটি ভাঙার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে সেখানে যায় রাজউক। বিজিএমইএ কর্তৃপক্ষও তাদের মালামাল সরিয়ে নেয়। এ জন্য তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ভবনটিতে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয় রাজউক কর্তৃপক্ষ।
শিরোনাম
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
চলছে ভাঙার প্রস্তুতি, ভবন সিলগালা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর