১৮ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। ওষুধ খেয়ে প্রেশার ও ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। ঘুমও হচ্ছে ওষুধ খেয়ে। এখন খাওয়ায় কিছুটা রুচি আসছে। তবে মাঝেমধ্যেই তিনি বমি করছেন। হাত-পায়ের জয়েন্টে জয়েন্টেও আগের মতো ব্যথা রয়েছে। এটা কমছেই না। উঠে বসতে-দাঁড়াতে কারও সহযোগিতা নিতে হচ্ছে। হাত, পা-ও স্বাভাবিকভাবে নাড়াচাড়া করার চেষ্টা করছেন বেগম জিয়া। হাসপাতালে আসার পর কয়েক দিন বেগম জিয়ার ফিজিওথেরাপি বন্ধ ছিল। এখন নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। আগের ওষুধপত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। গতকাল দুপুরে সরকার গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়াকে দেখে আসেন। আবার শনিবারও তারা বেগম জিয়াকে দেখতে যাবেন। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি সমর্থিত একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ১ এপ্রিল চিকিৎসার জন্য কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তার জন্য কেবিনের ৬২১ নম্বর কক্ষ বরাদ্দ করা হয়। ওই কক্ষেই থাকছেন তিনি। তার সঙ্গে রয়েছেন গৃহকর্মী ফাতিমা। পাশের ৬২২ নম্বর কেবিনে তার নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষীরা রয়েছেন। কারাবিধি অনুযায়ী, তাকে একটি টিভি দেওয়া হয়েছে, যাতে তিনি শুধু বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে পাচ্ছেন। এ ছাড়া আরও একটি বাংলা দৈনিকও তার জন্য বরাদ্দ রয়েছে। হাসতাপাতাল কর্তৃপক্ষের দেওয়া খাবারই খাচ্ছেন বিএনপিপ্রধান। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করছে। গতকাল দুপুরেও তারা বেগম জিয়াকে দেখে আসেন। এ মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- রিউমাটোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ। খালেদা জিয়া কেমন আছেন- জানতে চাইলে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আগের চেয়ে ভালো আছেন। হাসিখুশি নিয়ে কথাবার্তা বলেছেন। তার হাত-পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা আগের মতোই রয়েছে। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আসছে। আগের চেয়ে তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে।’ বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের হাত-পায়ের ব্যথা কোনোভাবেই কমছে না। ওষুধ খেয়ে ঘুম হচ্ছে, প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এখনো ঠিকমতো খেতে পারেন না তিনি। বমিও করছেন মাঝেমধ্যে। তার সুচিকিৎসার জন্য দীর্ঘমেয়াদি ট্রিটমেন্ট করতে হবে এবং সেটি কোনো বিশেষায়িত হাসপাতাল হলে ভালো হয়।’ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের তৈরি করা খাবারই খাচ্ছেন বেগম জিয়া। এ নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই তার। রুটি, সবজি, সুপ, মাছের ঝোল, লাউয়ের তরকারি ও মুরগির মাংস তার পছন্দের। তার পছন্দসই খাবারই সরবরাহ করা হচ্ছে। আগের মতোই তিনি একা উঠে বসতে কিংবা দাঁড়াতে পারছেন না। তাকে সব সময়ই গৃহকর্মী ফাতিমার সহযোগিতা নিতে হচ্ছে। তবে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে এখন তিনি হাসিমুখে কথা বলছেন।
শিরোনাম
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
খালেদা জিয়ার হাত-পায়ের জয়েন্টে ব্যথা কমেনি
বঙ্গবন্ধু মেডিকেলে ১৮ দিন
মাহমুদ আজহার
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৪ ঘণ্টা আগে | জাতীয়