শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ফখরুল বললেন শপথ নেব না

নিজস্ব প্রতিবেদক

দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ না নেওয়ার কথা বলেছেন বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘দলের সিদ্ধান্ত হচ্ছে, শপথ গ্রহণ না করা। এই সিদ্ধান্ত অমান্য করে যদি কেউ শপথ গ্রহণ করে থাকেন তা নিঃসন্দেহে সাংগঠনিক অপরাধ। অবশ্যই এরকম ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেব না। এখন শপথের প্রশ্নই ওঠে না।’ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ শপথ নিলে তা ‘সাংগঠনিক অপরাধ’ হিসেবে বিবেচনায় এনে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষের নির্বাচিত সদস্য জাহিদুর রহমান জাহিদের শপথ গ্রহণকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬ জন ধানের শীষ প্রতীক নিয়ে এবং গণফোরামের ২ জন সদস্য নির্বাচিত হন। মির্জা ফখরুল ছাড়া বিএনপির অন্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদ, বগুড়া-৪ মোশাররফ হোসেন ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর