ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি নুরুল হক নূরের ওপর বগুড়ায় ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার পার্টিতে যেতে বাধা দেওয়ার একদিন পর এ ঘটনা ঘটল। ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করলেও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়ার আহ্বায়ক রাকিবুল আহসান বলেন, গতকাল বগুড়া শহরের উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারে আমাদের ইফতার ও দোয়া মাহফিল ছিল। সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় নূরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় নূরসহ চারজনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকাইয়া আক্তার। তিনি বলেন, ‘আমরা নূর, তপন, রাতুল ও ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরে নূর ও রাতুলকে ভর্তি হতে বললেও তারা নিরাপত্তাহীনতার কথা বলে ভর্তি না হয়ে ঢাকা চলে যান।’ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়ার আহ্বায়ক রাকিবুল আহসান বলেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বানে নূরসহ কয়েকজন একটি মাইক্রোবাসে বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া আসেন। শহরের উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন ছিল। গাড়ি থেকে নেমে তারা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ভিতরে ঢোকার পর পুলিশের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ছাত্রলীগের একদল নেতা-কর্মী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে স্থানীয় ও কেন্দ্রের নেতা-কর্মীসহ অন্তত ২০ জন আহত হন। পরে তাদের মোহাম্মদ আলী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বিডি বলেন, পাশে আমাদের একটি ইফতার পার্টি চলছিল। আমরা জানতে পারি সেখানে শিবিরের নেতা-কর্মীরা রয়েছে। তাই ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে জিজ্ঞেস করে কেন শিবিরের লোকজন নিয়ে অনুষ্ঠান করছেন। তখন তিনি বলেন, আমরা কাকে নিয়ে অনুষ্ঠান করব সেটা আমাদের ব্যাপার, আপনারা বলার কে? এরপর ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
বগুড়ায় ভিপি নূরকে পিটিয়ে আহত করল ছাত্রলীগ
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর