মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

খালেদার রিট শুনানি আজ, দুদক পক্ষভুক্ত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার ‘বিচারে অস্থায়ী বিশেষ আদালত পুরান ঢাকার পরিত্যক্ত কারাগার থেকে কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানির জন্য আজ দিন ঠিক করেছে হাই কোর্ট। একই সঙ্গে মামলাটি দুদকের হওয়ায় তাদেরও এ রিটে পক্ষভুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহামদ, এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আমরা পক্ষভুক্ত হতে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আদালত দুদককে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে। মামলাটি শুনানির জন্য মঙ্গলবার (আজ) কার্যতালিকার শীর্ষে থাকবে বলে আদালত জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার আদালত স্থানান্তরে ১২ মে জারি করা গেজেট বাতিলে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আইন সচিবকে লিগ্যাল নোটিস দেন খালেদার আইনজীবীরা। নোটিসে বলা হয়েছিল, এর মধ্যে গেজেটটি প্রত্যাহার বা বাতিল না করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এরপর গত রবিবার হাই কোর্টে রিট করা হয়।

 

সর্বশেষ খবর