সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে জারি করা আদেশ প্রত্যাহার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে এই বিএনপি নেতার বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইল না। গত ১৩ জুন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। এর আগে গত ১০ জুন তিনিই নিষেধাজ্ঞার আদেশ জারি করেছিলেন। জানা গেছে, বিদেশ যেতে বাধা নেই মর্মে মোরশেদ খানের পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবরে চিঠি পাঠায় দুদক। পরে মোরশেদ খান বিষয়টি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের আদেশের কথা জানালে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংস্থাটি। বিভ্রান্তি সৃষ্টির জন্যই দুদক এমন নিষেধাজ্ঞা জারি করেছিল বলে মোরশেদ খানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ৩৮৩ কোটি ২২ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ২৮ জুন রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। এ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, তার স্ত্রী নাছরিন খান, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। মোবাইল ফোন অপারেটর সিটিসেলের মূল কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল)। এম মোরশেদ খান এ কোম্পানির চেয়ারম্যান, তার স্ত্রী নাছরিন খানও একজন পরিচালক।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
মোরশেদ খানের বিদেশ যেতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর