সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে জারি করা আদেশ প্রত্যাহার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে এই বিএনপি নেতার বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইল না। গত ১৩ জুন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। এর আগে গত ১০ জুন তিনিই নিষেধাজ্ঞার আদেশ জারি করেছিলেন। জানা গেছে, বিদেশ যেতে বাধা নেই মর্মে মোরশেদ খানের পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবরে চিঠি পাঠায় দুদক। পরে মোরশেদ খান বিষয়টি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের আদেশের কথা জানালে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংস্থাটি। বিভ্রান্তি সৃষ্টির জন্যই দুদক এমন নিষেধাজ্ঞা জারি করেছিল বলে মোরশেদ খানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ৩৮৩ কোটি ২২ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ২৮ জুন রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। এ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, তার স্ত্রী নাছরিন খান, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। মোবাইল ফোন অপারেটর সিটিসেলের মূল কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল)। এম মোরশেদ খান এ কোম্পানির চেয়ারম্যান, তার স্ত্রী নাছরিন খানও একজন পরিচালক।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
মোরশেদ খানের বিদেশ যেতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর