সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে জারি করা আদেশ প্রত্যাহার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে এই বিএনপি নেতার বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইল না। গত ১৩ জুন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। এর আগে গত ১০ জুন তিনিই নিষেধাজ্ঞার আদেশ জারি করেছিলেন। জানা গেছে, বিদেশ যেতে বাধা নেই মর্মে মোরশেদ খানের পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবরে চিঠি পাঠায় দুদক। পরে মোরশেদ খান বিষয়টি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের আদেশের কথা জানালে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংস্থাটি। বিভ্রান্তি সৃষ্টির জন্যই দুদক এমন নিষেধাজ্ঞা জারি করেছিল বলে মোরশেদ খানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ৩৮৩ কোটি ২২ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ২৮ জুন রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। এ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, তার স্ত্রী নাছরিন খান, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। মোবাইল ফোন অপারেটর সিটিসেলের মূল কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল)। এম মোরশেদ খান এ কোম্পানির চেয়ারম্যান, তার স্ত্রী নাছরিন খানও একজন পরিচালক।
শিরোনাম
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
মোরশেদ খানের বিদেশ যেতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর