পারিবারিক সঞ্চয়পত্রে উৎসে কর বাড়ানোয় অর্থমন্ত্রীর কড়া সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর স্কিম, ওখানে আপনি হাত দিলেন কেন? এটা আমি সমর্থন করতে পারছি না।’ গতকাল বিকালে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এ কথা বলেন। অর্থমন্ত্রীর সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, ‘স্পর্শকাতর কথা বলব। এতগুলো ভালো কাজ করার পর আপনি (অর্থমন্ত্রী) এমন একটি ব্যবস্থা নিলেন, যা আমি অন্তত সমর্থন করতে পারছি না। ক্ষম হে মম ধিনতা। গত পাঁচ-ছয় বছরে বলে বলে পারিবারিক সঞ্চয়পত্র ৯ই থাকবে। উনি ৯ রাখলেন ঠিক কিন্তু উৎসে কর ৫%-এর জায়গায় ১০% করলেন। এ জিনিসটা সমর্থন করতে পারি না। এই পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর স্কিম। এর ওপর নির্ভর করে গ্রামের বিধবা থেকে শুরু করে অসহায়, অসচ্ছল মহিলারা। উনি (অর্থমন্ত্রী) ওইখানে হাত দিলেন। যেখানে ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন। যেখানে শিক্ষকদের বেতন দিচ্ছেন। যেখানে সরকারি-কর্মচারীদের বেতন বাড়িয়ে দিচ্ছেন। যেখানে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ দিচ্ছেন। অনেক সেক্টরে সুবিধা বাড়ালেন। পারিবারিক সঞ্চয়পত্রে কেন হাত দিতে গেলেন, এটা আমি বুঝতে অক্ষম।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘এ বিষয়ে অর্থমন্ত্রী ব্যবস্থা নেবেন। আর আমার আপিলটা প্রধানমন্ত্রীর কাছে।’ অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি সিলিংও বাড়াতে দিলেন না। ফিক্সড করে দিলেন। এর বাইরে আমি কিনতে পারব না।’ তিনি বলেন, ‘অন্যদিকে নানাভাবে ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন। কালো টাকা সাদা করা এটা নিয়ে আলোচনা হয়েছে। বাস্তবতা হলো এই। কালো টাকা আছে, এটা কোনোরকমে খোঁয়াড়ে ঢোকানোর জন্য কিছু ব্যবস্থা সরকার নিয়েছে। এটা অস্বীকার করব না।’ মতিয়া চৌধুরী আরও বলেন, ‘সঞ্চয়পত্রের লোকেরা তো তার কাছে হাত পাততে পারেন না। তারা কার কাছে হাত পাতবেন। এই সংসদে বক্তব্য দেওয়ার পর কেউ একজন আমাকে বলেছিলেন “উনার তো সাইড ইনকাম নেই।” ঝাড়ু মারি সাইড ইনকামের অসৎ পথে উপার্জনের। আমার বৈধ টাকা- সেখানে গিয়ে আপনি উৎসে কর কাটবেন এটা ঠিক নয়।’
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার