পারিবারিক সঞ্চয়পত্রে উৎসে কর বাড়ানোয় অর্থমন্ত্রীর কড়া সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর স্কিম, ওখানে আপনি হাত দিলেন কেন? এটা আমি সমর্থন করতে পারছি না।’ গতকাল বিকালে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এ কথা বলেন। অর্থমন্ত্রীর সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, ‘স্পর্শকাতর কথা বলব। এতগুলো ভালো কাজ করার পর আপনি (অর্থমন্ত্রী) এমন একটি ব্যবস্থা নিলেন, যা আমি অন্তত সমর্থন করতে পারছি না। ক্ষম হে মম ধিনতা। গত পাঁচ-ছয় বছরে বলে বলে পারিবারিক সঞ্চয়পত্র ৯ই থাকবে। উনি ৯ রাখলেন ঠিক কিন্তু উৎসে কর ৫%-এর জায়গায় ১০% করলেন। এ জিনিসটা সমর্থন করতে পারি না। এই পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর স্কিম। এর ওপর নির্ভর করে গ্রামের বিধবা থেকে শুরু করে অসহায়, অসচ্ছল মহিলারা। উনি (অর্থমন্ত্রী) ওইখানে হাত দিলেন। যেখানে ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন। যেখানে শিক্ষকদের বেতন দিচ্ছেন। যেখানে সরকারি-কর্মচারীদের বেতন বাড়িয়ে দিচ্ছেন। যেখানে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ দিচ্ছেন। অনেক সেক্টরে সুবিধা বাড়ালেন। পারিবারিক সঞ্চয়পত্রে কেন হাত দিতে গেলেন, এটা আমি বুঝতে অক্ষম।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘এ বিষয়ে অর্থমন্ত্রী ব্যবস্থা নেবেন। আর আমার আপিলটা প্রধানমন্ত্রীর কাছে।’ অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি সিলিংও বাড়াতে দিলেন না। ফিক্সড করে দিলেন। এর বাইরে আমি কিনতে পারব না।’ তিনি বলেন, ‘অন্যদিকে নানাভাবে ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন। কালো টাকা সাদা করা এটা নিয়ে আলোচনা হয়েছে। বাস্তবতা হলো এই। কালো টাকা আছে, এটা কোনোরকমে খোঁয়াড়ে ঢোকানোর জন্য কিছু ব্যবস্থা সরকার নিয়েছে। এটা অস্বীকার করব না।’ মতিয়া চৌধুরী আরও বলেন, ‘সঞ্চয়পত্রের লোকেরা তো তার কাছে হাত পাততে পারেন না। তারা কার কাছে হাত পাতবেন। এই সংসদে বক্তব্য দেওয়ার পর কেউ একজন আমাকে বলেছিলেন “উনার তো সাইড ইনকাম নেই।” ঝাড়ু মারি সাইড ইনকামের অসৎ পথে উপার্জনের। আমার বৈধ টাকা- সেখানে গিয়ে আপনি উৎসে কর কাটবেন এটা ঠিক নয়।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
মতিয়া চৌধুরীর প্রশ্ন, সঞ্চয়পত্রে হাত কেন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর