বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

সংকটাপন্ন এরশাদ ফের সিএমএইচে

নিজস্ব প্রতিবেদক

সংকটাপন্ন এরশাদ ফের সিএমএইচে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। গতকাল সকাল ৯টায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ প্রতিদিনকে জানান, শরীরে জ্বর থাকায় গতকাল সিএমএইচের ক্রিটিক্যাল ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সাবেক এই রাষ্ট্রপতিকে। সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন কাদের।

এদিকে  রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সভায় জি এম কাদের বলেছেন, অনেকেরই প্রশ্ন এইচ এম এরশাদের অবর্তমানে পার্টির কী হবে। এরশাদ পরিণত বয়সে উপনীত হয়েছেন। আমি বলি, এরশাদের নির্দেশিত পথে নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে জাতীয় পার্টি চলবে। চার দিনব্যাপী বিভাগীয় সভার তৃতীয় দিনে গতকাল জাপার চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জি এম কাদের আরও বলেন, জাতীয় পার্টিকে নিয়ে বেচাকেনা চলবে না। ভবিষ্যতে মনোনয়ন বাণিজ্য করতেও দেওয়া হবে না। কেউ এ অপচেষ্টা করতে চাইলে সবাইকে নিয়ে প্রতিরোধ করা হবে। পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সঞ্চালনায় আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা কাজী মামুনুর রশিদ, আলমগীর সিকদার লোটন, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জহিরুল আলম রুবেল, আলমগীর কবীর মজুমদার প্রমুখ। জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সিএমএইচ থেকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাবেক এই রাষ্ট্রপতির যথাযথ চিকিৎসা চলছে। আশা করছি তিনি আমাদের মাঝে দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন। হাওলাদার বলেন, উন্নত চিকিৎসার জন্য এরশাদকে দেশের বাইরে নেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা চিকিৎসকদের কাছে জানতে চেয়েছিলাম। তারা জানিয়েছেন, যেসব সমস্যা রয়েছে তার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা এখানেই রয়েছে। এরশাদের সুস্থতায় তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর