বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

বিল গেটস জানালেন তার প্রধান ভুল

প্রতিদিন ডেস্ক

বিল গেটস জানালেন তার প্রধান ভুল

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কি ব্যর্থতা নেই? অবশ্যই আছে। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল আর ব্যর্থতার বিষয়টি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি। তাঁর সেই ভুলটি ছিল অ্যান্ড্রয়েডের সঙ্গে পেরে না ওঠা। অ্যাপলের আইওএস প্লাটফর্মের সঙ্গে পাল্লা দিতে গিয়ে তিনি অ্যান্ড্রয়েডের উঠে আসাকে ঠেকাতে পারেননি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ভিলেজ গ্লোবালকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস তাঁর ব্যর্থতার কথাটি স্বীকার করেছেন। মাইক্রোসফট যেভাবে গুগলের কাছে হেরেছে, সে বিষয়টি নিয়ে আলোকপাত করতে গিয়ে তাঁর ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরেন। বিল গেটস বলেন, ‘সফটওয়্যারের দুনিয়ায় বিশেষ করে প্লাটফর্ম হিসেবে বিজয়ীরা সব বাজার দখল করতে পারে। অ্যান্ড্রয়েড আজ যে অবস্থানে আছে, মাইক্রোসফটকে সেখানে নিতে পারিনি। অ্যাপল বাদে মোবাইল প্লাটফর্মের জন্য অ্যান্ড্রয়েড এখন মানদ  হয়ে দাঁড়িয়েছে। অ্যাপলবিহীন অপারেটিং সিস্টেম হিসেবে মাত্র একটির জন্য জায়গা খালি আছে।’ দীর্ঘদিন ধরেই কম্পিউটার খাতে অ্যাপলকে হারিয়ে শীর্ষস্থানে মাইক্রোসফট। কিন্তু স্মার্টফোনের যুগে দ্রুত নিজেদের পরিবর্তন করতে পারেনি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০০০ সালে উইন্ডোজ মোবাইল নামে নিজস্ব অপারেটিং সিস্টেম ছাড়ে মাইক্রোসফট। ২০০৭ সালে আইফোন বাজারে আনে অ্যাপল। এরপর ২০০৮ সালে অ্যান্ড্রয়েড প্লাটফর্ম উন্মুক্ত করে গুগল। সবার আগে মোবাইল অপারেটিং সিস্টেম আনার পরেও অ্যাপল ও গুগলের চেয়ে পিছিয়ে পড়ে মাইক্রোসফট। ওয়াশিংটনে সোমবার ইকোনমিক ক্লাবে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘ওই সময় মাইক্রোসফটের বিরুদ্ধে চলা অ্যান্টিট্রাস্ট মামলা তাঁর লক্ষ্যভ্রষ্ট করেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর