রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ফল নিয়ে ক্ষতিপূরণ চাওয়া ডেঙ্গু রোগীর বাসায়

নিজস্ব প্রতিবেদক

ফল নিয়ে ক্ষতিপূরণ চাওয়া ডেঙ্গু রোগীর বাসায়

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির বাসায় ফল নিয়ে গেলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের বাসায় যান। এ আইনজীবী তার স্ত্রী সাদেকুন নাহার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় গত বৃহস্পতিবার এডিস মশা নিধনে ব্যর্থতার অভিযোগ এনে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ডিএসসিসি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিস পাঠান। গতকাল বেলা ১১টার দিকে খিলগাঁওয়ে ওই আইনজীবীর বাসায় যান মেয়র। এ সময় তিনি আইনজীবীর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন। অ্যাডভোকেট তানজিম জানান, মেয়রের আসাকে কেন্দ্র করে সকাল থেকেই খিলগাঁওয়ের একতা সড়কে পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা পরিষ্কার শুরু করে। আসার পর তার স্ত্রী তার অসুস্থতার অভিজ্ঞতার কথা মেয়রকে জানান। এই এলাকায় আর বেশিদিন থাকবেন না বলেও জানান। এ সময় তিনি মেয়রকে মশা নিধনে সব বিভাগের সমন্বয়ের পরামর্শ দেন। মেয়র সাঈদ খোকন প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন। আইনজীবীর বাসা থেকে বেরিয়ে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ডেঙ্গুর প্রকোপ গত কয়েক বছরের তুলনায় এবার বেশি। সব শক্তি দিয়ে ডেঙ্গু মোকাবিলার জন্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নাগরিকের সতর্কতা এবং কর্তৃপক্ষের সমন্বয়ে ডেঙ্গুমুক্ত শহর করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মেয়র। নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ভয়ের কিছু নেই। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আপনাদের পাশে আছি।

সর্বশেষ খবর