সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দুদকে তলব এস কে সিনহার ভাইকে

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধানের স্বার্থে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করেছেন। গতকাল তিনি রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের দফতরে হাজির হন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

নরেন্দ্র কুমার সিনহার নামে উত্তরায় ১০ তলা একটি ভবনের বিষয়ে অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে তাকে তলব করেছিলেন অনুসন্ধান কর্মকর্তা। নোটিসের প্রেক্ষিতে তিনি আয়কর বিবরণসহ কাগজপত্র জমা দিয়েছেন। নৌ-পরিবহন অধিদফতরের সাবেক কর্মকর্তা নরেন্দ্র কুমার সিনহা অবসর জীবনযাপন করছেন। এর আগে গত বছরের ৪ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদ করে সৈয়দ ইকবালের নেতৃত্বে দুই সদস্যের দল। ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের একটি অভিযোগের সূত্র ধরে ওই সময় নরেন্দ্র কুমার সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর