শিরোনাম
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঈদে বাস ছাড়ার আগে অ্যারোসল স্প্রে

নিজস্ব প্রতিবেদক

ঈদে বাস ছাড়ার আগে অ্যারোসল স্প্রে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বাস ছাড়ার আগে বাসে মশানাশক অ্যারোসল স্প্রে করার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। টার্মিনাল কর্তৃপক্ষ ও মালিক সমিতি এরই মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে সভা করেছে, পরিকল্পনা নিয়েছে। গতকাল সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উদ্যাপনে সড়কপথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদযাত্রায় ডেঙ্গুজ্বর উদ্বেগ বাড়িয়েছে। টার্মিনালসমূহে পরিচ্ছন্নতা রক্ষা, মশক নির্মূলের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে আমি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে অনুরোধ জানাচ্ছি।’ তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতকাজ ঈদের আগে অন্তত তিন দিনে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিবারাত্রি লোকজনকে প্রস্তুত রাখতে বলা হয়েছে যাতে অতিরিক্ত কাজ করে মেরামত করা যায়, সে রকম নিশ্চয়তা দিতে হবে। কারণ জনগণ এমনিতেই একটা আতঙ্ক নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে, সেখানে রাস্তার অবস্থাটা যদি পাসেবল না হয়, তাহলে দুর্ভোগটা হবে।

আগস্ট এলেই অপশক্তি ষড়যন্ত্র শুরু করে : এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ, আমাদের সতর্ক থাকতে হবে। আগস্ট এলেই ’৭১-এর পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর