রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফিরছেন হাজীরা

নিজস্ব প্রতিবেদক

ফিরছেন হাজীরা

গতকাল ঢাকায় ফিরেছে প্রথম হজ ফ্লাইট -বাংলাদেশ প্রতিদিন

পবিত্র হজ পালন শেষে ফিরতে শুরু করেছেন হাজীরা। গতকাল প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৩৩৫ হাজী ঢাকায় পৌঁছেছেন। দুপুর দেড়টার দিকে সৌদি এয়ারলাইনস (এসবি ৮০৮) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম ফিরতি হজ ফ্লাইটটি ছিল বেসরকারি ব্যবস্থাপনার। সরকারি ব্যবস্থাপনার হাজীদের প্রথম ফিরতি হজ ফ্লাইটও বাংলাদেশ এয়ারলাইনস  (বিজি ৩৫০২) গত রাতে ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশি হাজীদের দেশে ফেরা শুরু হয়েছে। ফিরতি হজ ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হজে যান। এর মধ্যে ৮১ জন হজযাত্রী/হাজী (পুরুষ ৭১, মহিলা ১০) মারা যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিমানবন্দর হজ কন্ট্রোল রুম থেকে পাওয়া দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হাজীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।

সর্বশেষ খবর