বিদেশে টাকা পাচার করতে একটি জাহাজ দুবার কিনেছে মেঘনা গ্রুপ। খোলা পণ্যবাহী বড় জাহাজটির নাম ‘ওশান প্যারাডাইজ’, যেটি নামবদল হয়ে এখন ‘মেঘনা প্যারাডাইজ’ নামে মেঘনা গ্রুপের পণ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিবহন করছে। একই জাহাজ দুবার কেনাবেচার মাধ্যমে অন্তত ১০০ কোটি টাকা পাচার করার অভিযোগ পাওয়া গেছে। মেঘনা গ্রুপের নতুন কারখানা সুগার রিফাইনারির মেশিনারিজ আমদানির মাধ্যমে এই টাকা পাচার করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ‘ওশান প্যারাডাইজ’ জাহাজটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্শাল আইল্যান্ড দেশের পতাকাবাহী অর্থাৎ মার্শাল আইল্যান্ড থেকে নিবন্ধিত হয়ে বিভিন্ন দেশে পণ্য পরিবহন করছিল। জাহাজটি তৈরি হয়েছে ২০০৬ সালে জাপানের ইমবারি শিপ বিল্ডিং কোম্পানিতে। ১২ বছর চলার পর পুরনো এই জাহাজ ২০১৮ সালের জানুয়ারি মাসে কিনে নেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের ছেলে তানভীর আহমেদ মোস্তফা। বিদেশে ইমপেরিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠান খুলে সাড়ে ৬২ লাখ মার্কিন ডলারে জাহাজটি তিনি কিনে নেন। রিপাবলিক অব মার্শাল আইল্যান্ডের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেটর গাই ই সি মাইথার্ড ২০১৮ সালের ২২ জানুয়ারি সেটির নিবন্ধন সনদে স্বাক্ষর করেন। কিন্তু সেই টাকা কোত্থেকে এলো এবং বাংলাদেশ থেকে টাকা কীভাবে সেই প্রতিষ্ঠানে গেল, তার কোনো হদিস নেই। জানা গেছে, তানভীর আহমেদ মোস্তফার নামে কেনা ওশান প্যারাডাইজ জাহাজটি মেঘনা গ্রুপের সিমেন্ট ক্লিংকারসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানির কাজে ব্যবহৃত হতো। কিন্তু বাংলাদেশে সেটি দেখানো হতো ভাড়া হিসেবে, যাতে পণ্য পরিবহন ভাড়ার টাকা শিপিং খরচ হিসেবে বিদেশে পাচার করা যায়। ২০১৮ সালের জানুয়ারিতে জাহাজ কেনার পর ৯ মাস ধরে পণ্য পরিবহনের পর এই জাহাজ ২০১৮ সালের নভেম্বর মাসে আবার কেনা হয় ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের নামে। ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। এবার জাহাজটি কেনা দেখানো হয় সিঙ্গাপুরের জাহাজ ব্রোকার প্রতিষ্ঠান অলইউনাইটেড অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেড থেকে। তাদের ঠিকানা ৩ শেনটন ওয়ে, ১৩ শেনটন হাউস, সিঙ্গাপুর। প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইরশাদ আলী জাহাজ বিক্রয়পত্রে স্বাক্ষর করেন। তিনি ৬২ লাখ ৪২ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ৫৩ কোটি টাকা) এই জাহাজ বিক্রি করেন ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের কাছে। আর এ ক্ষেত্রে টাকা দেওয়া হয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকা শাখার ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ নামের অ্যাকাউন্ট থেকে। জাহাজটি কেনার জন্য ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ ঢাকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে সাত বছর মেয়াদি ঋণ নেয়। ধাপে ধাপে সেটি পরিশোধ করবে মেঘনা গ্রুপ। খোঁজ নিয়ে জানা গেছে, অলইউনাইটেড অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেডের মালিক বাংলাদেশি নাগরিক। তারা মূলত কমিশনে জাহাজ বিক্রি করে থাকেন। এখন প্রশ্ন উঠেছে, ‘ওশান প্যারাডাইজ’ জাহাজটি অলইউনাইটেড অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন হলো কীভাবে? কারণ, ২০১৮ সালের জানুয়ারি থেকে এই জাহাজের মালিক মেঘনা গ্রুপের পরিচালক তানভীর আহমেদ মোস্তফা। আবার ৯ মাসের ব্যবধানে একই জাহাজের মালিক বনে যায় অলইউনাইটেড অ্যান্ড ট্রেডিং। সেই একই জাহাজ অলইউনাইটেড থেকে ২০১৮ সালের নভেম্বরে আবার কিনে নেন তানভীর মোস্তফা। অভিযোগ উঠেছে, মূলত একই জাহাজ দুবার কেনার নামে টাকাটা মেঘনা গ্রুপ নিজেদের মধ্যে হাতবদল করেছে। আর সব টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেছে গ্রুপটি। ওশান প্যারাডাইজ জাহাজটি প্রথমবার কেনার ক্ষেত্রে টাকা লেনদেন হয়েছে বিদেশে। কিন্তু সেই টাকা কীভাবে এবং কোত্থেকে এলো? বাংলাদেশ ব্যাংক এর অনুমোদন দিয়েছে কিনা তার কোনো হদিস নেই। ধারণা করা হচ্ছে, মেঘনা গ্রুপের তিনটি জাহাজ এখন পণ্য পরিবহনে নিয়োজিত। এগুলো হচ্ছে- ‘ওশান প্যারাডাইজ’, ‘ওশান প্রগ্রেস’ ও ‘ওশান স্পিরিট’। সব খোলা পণ্যবাহী জাহাজ। সব জাহাজ কেনার ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সব টাকাই পাচার করা হয়েছে। সূত্রমতে, বস্তুনিষ্ঠ তদন্তের পরই সব বেরিয়ে আসবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যত বড় অনিয়ম হয়েছে তার জন্য মেঘনা গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা হতে পারে; একই সঙ্গে প্রতারণার জন্যও মামলা হতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে, এ অভিযোগ বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হলেও অভিযোগ আমলেই নেওয়া হয়নি। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘মেঘনা গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো অভিযোগের বিষয় আমার নলেজে নেই। এরপরও আমি খোঁজ নিয়ে আপনাকে জানাব।’ এদিকে দ্বিতীয়বার জাহাজটি কেনার পর ‘ওশান প্যারাডাইজ’ জাহাজের নাম পরিবর্তন করে ‘মেঘনা প্যারাডাইজ’ রাখা হয়। নৌবাণিজ্য অধিদফতর ২০১৮ সালের ১৬ অক্টোবর জাহাজের নাম পরিবর্তনের এই অনুমোদন দেয়। এখন সেটি বাংলাদেশি পতাকা ধারণ করে পণ্য পরিবহন করছে। এ ব্যাপারে বক্তব্য জানতে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সেলফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
একই জাহাজ দুবার কিনে ১০০ কোটি টাকা পাচার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর