বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বুয়েট ভিসির অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক

বুয়েট ভিসির অপসারণ দাবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অ্যালামনাই সভাপতি জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বুয়েট উপাচার্যের অপসারণ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মান অতীতের মতো সমুন্নত রাখতে সুযোগ্য, নির্ভীক ও নিরপেক্ষ ব্যক্তিকে পদায়ন করতে হবে। আমরা একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। শুধু বুয়েট নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা। এ অবস্থা চলতে দেওয়া যায় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’ গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার হল রুমের সামনে মানববন্ধন করেন বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় বুয়েট অ্যালামনাই সভাপতি জামিলুর রেজা চৌধুরী সাত দফা দাবি তুলে ধরেন। এতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি করা হয়েছে। বুয়েট অ্যালামনাইর লিখিত বিবৃতিতে বলা হয়- অনতিবিলম্বে হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিশেষ বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুততম সময়ে বিচারের জোর দাবি জানানো হচ্ছে। এ হত্যাকান্ডে র সঙ্গে জড়িত সব ছাত্রকে বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনভিত্তিক ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সব রাজনৈতিক কর্মকা  অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বুয়েট প্রশাসনকে ঐতিহ্য পরিপন্থী যে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব ও প্রভাবমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, র‌্যাগিং এবং অন্যান্য অজুহাতে ছাত্রছাত্রী নির্যাতন নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আবরার হত্যাসহ ইতিপূর্বে সংঘটিত অন্যান্য ছাত্র নির্যাতনের ঘটনাবলির ক্ষেত্রে অসম্পূর্ণ বিচারকার্য অবিলম্বে সম্পন্ন করে উপযুক্ত শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর