জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার তৃতীয় দিনেও ব্যাঙ্গাত্মক পটচিত্র অঙ্কন এবং প্রতিবাদী মিছিলের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির জবাবে উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত জমা দিতে কাজ চলছে বলে জানিয়েছেন আন্দোলনের সংগঠক এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা। গতকাল সন্ধ্যায় তিনি জানান, আর্থিক দুর্নীতির পাশাপাশি বর্তমান প্রশাসনের সব অনিয়ম ও দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। শেষ হওয়া মাত্র তা শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিতে জমা দেওয়া হবে। এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ৬০ গজ সাদা কাপড়ের ওপর উপাচার্যের বিরুদ্ধে আনীত আর্থিক দুর্নীতি এবং সাম্প্রতিক ঘটে যাওয়া নানা ঘটনায় উপাচার্য এবং বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ব্যঙ্গ করে চিত্র অঙ্কন করে প্রতিবাদ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এদিকে ঘূর্ণিঝড় প্রভাবিত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ নানা দুর্ভোগের মধ্যেও ক্যাম্পাস ছাড়েননি আন্দোলনকারীরা। আবাসিক হল তালাবদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের খাবার দোকানগুলো বন্ধ থাকায় আবাসন এবং খাদ্য সংকটে ভুগছেন তারা। প্রসঙ্গত, গত বছরের ২৩ অক্টোবর একনেকে জাবির অধিকতর উন্নয়নের জন্য ১ হাজার ৪৪৫ কোটি টাকার বাজেট বরাদ্দ হয়। প্রকল্পের শুরু থেকেই অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা, সহস্রাধিক গাছ কাটা এবং শাখা ছাত্রলীগের বিরুদ্ধে টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে সমালোচনার মুখে পড়ে এই প্রকল্প। এরপর এ বছর গত ২৩ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘উন্নয়ন প্রকল্পের দুই কোটি টাকা ছাত্রলীগের পকেটে’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
জাবির বন্ধ ক্যাম্পাসে আন্দোলন চলছেই
ভিসির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ জমা দেওয়ার প্রস্তুতি
শরিফুল ইসলাম সীমান্ত, জাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর