জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার তৃতীয় দিনেও ব্যাঙ্গাত্মক পটচিত্র অঙ্কন এবং প্রতিবাদী মিছিলের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির জবাবে উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত জমা দিতে কাজ চলছে বলে জানিয়েছেন আন্দোলনের সংগঠক এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা। গতকাল সন্ধ্যায় তিনি জানান, আর্থিক দুর্নীতির পাশাপাশি বর্তমান প্রশাসনের সব অনিয়ম ও দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। শেষ হওয়া মাত্র তা শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিতে জমা দেওয়া হবে। এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ৬০ গজ সাদা কাপড়ের ওপর উপাচার্যের বিরুদ্ধে আনীত আর্থিক দুর্নীতি এবং সাম্প্রতিক ঘটে যাওয়া নানা ঘটনায় উপাচার্য এবং বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ব্যঙ্গ করে চিত্র অঙ্কন করে প্রতিবাদ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এদিকে ঘূর্ণিঝড় প্রভাবিত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ নানা দুর্ভোগের মধ্যেও ক্যাম্পাস ছাড়েননি আন্দোলনকারীরা। আবাসিক হল তালাবদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের খাবার দোকানগুলো বন্ধ থাকায় আবাসন এবং খাদ্য সংকটে ভুগছেন তারা। প্রসঙ্গত, গত বছরের ২৩ অক্টোবর একনেকে জাবির অধিকতর উন্নয়নের জন্য ১ হাজার ৪৪৫ কোটি টাকার বাজেট বরাদ্দ হয়। প্রকল্পের শুরু থেকেই অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা, সহস্রাধিক গাছ কাটা এবং শাখা ছাত্রলীগের বিরুদ্ধে টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে সমালোচনার মুখে পড়ে এই প্রকল্প। এরপর এ বছর গত ২৩ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘উন্নয়ন প্রকল্পের দুই কোটি টাকা ছাত্রলীগের পকেটে’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।
শিরোনাম
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
জাবির বন্ধ ক্যাম্পাসে আন্দোলন চলছেই
ভিসির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ জমা দেওয়ার প্রস্তুতি
শরিফুল ইসলাম সীমান্ত, জাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর