বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছোঁয়া মণিকে দেখে কাঁদছে সবাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছোঁয়া মণিকে দেখে কাঁদছে সবাই

লাশ ঘরে শিশুটির নিথর দেহ। ফুটফুটে সুন্দর এ শিশুটি। পায়ে লাল নেইল পলিশ দেওয়া। গায়ে নতুন জামা। সদর হাসপাতালের লাশ ঘরে এক নজর শিশুটিকে দেখতে গিয়ে চোখের পানি ঝরছে অনেকের। শিশু লাশ ঘরে। মা-বাবা ঢাকার হাসপাতালে ভর্তি। ট্রেন দুর্ঘটনা শিশুটির জীবন থামিয়ে দিয়েছে। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৭ জনের মৃত্যুর তালিকায় তিন বছরের শিশু ছোঁয়া মণিও রয়েছে। তার বাবা সোহেল মিয়া চট্টগ্রামের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। মা নাজমা বেগমসহ তিন সদস্যের এ পরিবারটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। দুর্ঘটনায় কেড়ে নেয় শিশুটির প্রাণ। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং বড়বাজার এলাকায়। নিহতের পর শিশুটির ঠাঁই হয় সদর হাসপাতাল মর্গে আর মা-বাবাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া পরে হবিগঞ্জ এবং সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। সামাজিক যোগযোগ মাধ্যমে শিশুটিকে দেখে অনেক মানুষ সদর হাসপাতালে ভিড় করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর