সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে

প্রতিদিন ডেস্ক

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীন ঘনিষ্ঠ সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপক্ষে (৭০)। তিনি প্রায় ৫০ শতাংশ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন প্রায় ৪৫ শতাংশ ভোট। সূত্র : বিবিসি, রয়টার্স। নির্বাচন কমিশন গতকাল বিকালে ফলাফল ঘোষণার পর রাজাপক্ষে বলেছেন, ‘শ্রীলঙ্কার সব অধিবাসী এই জয়ের অংশীদার’। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজিথ প্রেমাদাসা বলেছেন, ‘জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে শ্রীলঙ্কার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় গোটাবায়া রাজাপক্ষেকে অভিনন্দন জানাচ্ছি। কোনো নাগরিক বা নিউ ডেমোক্র্যাটিক পার্টির কোনো সমর্থক যেন আমাকে সমর্থনের জন্য ক্ষতির শিকার না হন। নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজাপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশাপ্রিয়া বলেন, ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ভোটারের মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোটার গত শনিবার ভোট দেন। প্রাপ্ত খবর অনুযায়ী, এক চতুর্থাংশ ভোট গণনার পর রাজাপক্ষে ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন এবং প্রেমাদাসা ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে তাকে অনুসরণ করছিলেন। আজ বা আগামীকাল রাজাপক্ষে শপথ গ্রহণ করতে পারেন। উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহত হন অন্তত ২৫৮ জন। সন্ত্রাসী হামলার পর সমালোচনার মুখে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ওই হামলার জেরে দেশটির পর্যটন শিল্প ও বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে। এতে ১৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে পড়েছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে লাখ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নতুন প্রেসিডেন্ট এই সংকট থেকে দেশকে বের করে নিয়ে আসবেন বলে আশা তাদের। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী ছিলেন। ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটি শ্রীলঙ্কার তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন।

সর্বশেষ খবর