শিরোনাম
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
এফবিসিসিআই সভাপতি শেখ ফাহিম

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সম্মান করলেও সরকারের বিভিন্ন বিভাগ প্রতিবন্ধকতা করছে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সম্মান করলেও সরকারের বিভিন্ন বিভাগ প্রতিবন্ধকতা করছে

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অনেক সম্মান করেন। কিন্তু সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট ব্যবসা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ে  গিয়েছেন ১১ মাস হলো। এ ১১ মাসেও ব্যবসায়ীদের সমস্যার সমাধান হয়নি। তাহলে এত দিন তিনি কী করলেন? ব্যবসা-বাণিজ্যে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা অসহযোগিতা করছেন। শেখ ফজলে ফাহিম গতকাল রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক পণ্যের প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিরামিক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন প্রমুখ। শেখ ফজলে ফাহিম বলেন, অর্থমন্ত্রী এখনো কোনো প্রতিবন্ধকতা দূর করতে পারেননি। অতিরিক্ত সুদহার ব্যবসা করার ক্ষেত্রে বড় বাধা কিন্তু তিনি এত দিন কিছুই করতে পারেননি। দায়িত্ব নেওয়ার ১১ মাস অর্থমন্ত্রী এখনো বলছেন, সুদহার এত বেশি যে, বাংলাদেশে ব্যবসা করা কঠিন। ব্যাংক খাতের পুনর্গঠনে এ ১১ মাস উনি কী করেছেন? যখন ব্যবসায়ীদের কাছ থেকে চাপ আসে তখন তিনি বক্তব্য দিচ্ছেন। এটি দুঃখজনক। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, আজকের অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া উপস্থিত থাকার কথা ছিল। এটি দুঃখজনক যে, আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক দেশি-বিদেশি ব্যবসায়ী উপস্থিত থাকলেও তিনি অনুপস্থিত। অবশ্য তার অনুপস্থিত থাকার কারণ হয়তো আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ আছে। গত ১০ বছরে ১৮৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। মাথাপিছু আয় ৩২০ ডলার থেকে ১৯০৯ ডলার হয়েছে। সেখানে অর্থ মন্ত্রণালয়ের বিভাগ এনবিআর কর্মকর্তাদের সহযোগিতার ঘাটতি ও পেশাগত অযোগ্যতা খুবই দৃশ্যমান। উদাহরণ হিসেবে বলতে চাই, আমদানি করা সিরামিকের কাঁচামালের মধ্যে ৩০ শতাংশ ময়েশ্চার থাকে। সেই ময়েশ্চারের ওপরও কর দিতে হয়। সম্পূরক শুল্ক বা এসডি দিতে হয়। অথচ এসডি আরোপ করা হয় দেশের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য। এ ক্ষেত্রে এসডি অভ্যন্তরীণ শিল্পকে বাধাগ্রস্ত করছে। এজন্যই হয়তো এনবিআর চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত হননি। এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে গত ১০ বছরে সিরামিক খাতে ৮ হাজার ৬৬১ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ২০০ শতাংশ। এফবিসিসিআই মনে করে, তৈরি পোশাকের পর সম্ভাবনাময় খাতগুলোর অন্যতম হচ্ছে সিরামিক। পোশাক খাত যেসব সুবিধা পায়, এসব খাতকেও সেসব সুবিধা দেওয়া উচিত।

সর্বশেষ খবর