রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারত সফর বাতিল শাহরিয়ার আলমের

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হওয়ায় ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় রাইসিনা সংলাপে আমন্ত্রিত ছিলেন তিনি। কিন্তু ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে সঙ্গী হওয়ার কারণে রাইসিনা ডায়ালগে অংশ নিতে পারছেন না প্রতিমন্ত্রী। আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে   অনুষ্ঠিত হতে যাচ্ছে রাইসিনা ডায়ালগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ থেকে ১৪ জানুয়ারি আবুধাবি সফর করবেন। সেখানে মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে এনভয় কনফারেন্স হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নয়াদিল্লি সফর বাতিলকে এনআরসি ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট করে খবর প্রচার করেছে একাধিক ভারতীয় মিডিয়া। গতকাল বিকালে এ খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার তথ্য উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানের আয়োজক ওভারসিস রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ)-কে দুঃখ প্রকাশ করে চিঠি লিখে তাদের আয়োজনে থাকতে না পারার কথা জানিয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী। ওআরএফের এই আমন্ত্রণের বাইরে নয়াদিল্লিতে আর কোনো দ্বিপক্ষীয় কর্মসূচি ছিল না বলেও উল্লেখ করেছে ঢাকার পররাষ্ট্র দফতর।

সর্বশেষ খবর