বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সোশ্যাল মিডিয়ার সব বিশ্বাস করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোশ্যাল মিডিয়ার সব বিশ্বাস করা যাবে না

সোশ্যাল মিডিয়ার সব কিছুই বিশ্বাস করা যাবে না বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, জঙ্গিবাদ ছড়ানোর অন্যতম জায়গা সোশ্যাল মিডিয়া। কোনটি মিথ্যা, কোনটি গুজব সে বিষয়ে যাচাই-বাছাই করতে হবে। ইসলামের নামে দেশে জঙ্গিবাদী অপতৎপরতা চালানো হচ্ছে। এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। ইসলামী চিন্তাবিদদের এ বিষয়ে কথা বলতে হবে। কারণ জঙ্গিবাদকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। জঙ্গিবাদের দর্শন ইসলামের সঙ্গে যায় না। গতকাল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অডিটরিয়ামে নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, সিভাসুর ডিন প্রফেসর ড. এম নুরুল আবছার খান ও প্রফেসর ড. আবদুল আহাদ। র‌্যাবের মহাপরিচালক বলেন, মাদক এমন একটি জিনিস, যা যুবসমাজের বিকাশ ও সম্ভাবনা ধ্বংস করে দেয়। মাদকের কারণে পরিবেশ ও সমাজ ব্যবস্থা বিপর্যয়ের মধ্যে পড়ে। এটি আমাদের জন্য অভিশাপ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর