বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোট কেন্দ্রে কেউ না যেতে বললে শুনবেন না

নিজস্ব প্রতিবেদক

ভোট কেন্দ্রে কেউ না যেতে বললে শুনবেন না

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ভোটারদের উদ্দেশে বলেছেন, আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন। কেউ না যেতে বললে শুনবেন না। বিকাল ৪টায় ভোট গণনা শেষে বাড়ি ফিরবেন। কোনো কারচুপি দেখলে সম্মিলিতভাবে রুখে দাঁড়াবেন। ভোটের রেজাল্ট না নিয়ে বাড়িতে যাবেন না।  গতকাল রাজধানীর আশকোনার হাজীক্যাম্প এলাকায় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশে রব আরও বলেন, ‘আপনারা যদি আগামী ১ তারিখে সঠিকভাবে ভোট দিতে পারেন, তাহলে আমরা তাবিথকে জিতিয়ে এখান থেকে যাব। আপনারা যদি ঢাকা শহরের সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, ক্যাসিনো- এগুলো বন্ধ করতে চান তাহলে তাবিথ আউয়ালকে ভোট দিতে হবে।

সর্বশেষ খবর