আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলকে তিন বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এই তিন বার্তার মধ্যে রয়েছে, আগামী মার্চ মাসে জেলা-উপজেলায় সম্মেলন করা যাবে না, অধীনস্থ কমিটি বাতিল, কিংবা কাউকে বহিষ্কার করা যাবে না। একই সঙ্গে আসন্ন জেলা-উপজেলা সম্মেলনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। গতকাল দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ যৌথসভায় এমন নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজন শুরু হবে মার্চ মাসের ১৭ তারিখ থেকে। এতে দলীয়ভাবে আওয়ামী লীগের নানা কর্মসূচি ও তার প্রস্তুতির ব্যাপার আছে। তাই মার্চ মাসে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে পুনরায় সারা দেশে সম্মেলনের কার্যক্রম শুরু করা হবে। এর আগে আওয়ামী লীগের দফতর থেকে ৬ মার্চের মধ্যে সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নের কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মার্চ মাসের মধ্যে আওয়ামী লীগের পূর্বের নির্দেশ অনুযায়ী রাজশাহী বিভাগের তিনটি জেলা ও অন্য পাঁচটি জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া সভায় জেলার আগে ইউনিয়ন ও উপজেলা কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সূত্রমতে সভায় বক্তারা বলেন, কমিটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজের লোককে কমিটিতে এনে কোনো সিন্ডিকেট তৈরি করলে তার ফল ভালো হবে না বলেও সভায় হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় আসা নেতাদেরকে তাদের এলাকায় কমিটি কতদিন হয়েছে? কমিটি দিতে কেন দেরি হয়েছে? কমিটি দিতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? এসব বিষয়ে প্রশ্ন করেন। জবাবে সভায় আগত নেতারা এসব বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
তৃণমূল আওয়ামী লীগে তিন বার্তা
মার্চে কোনো সম্মেলন নয় । কমিটি বাতিল করা যাবে না । ত্যাগীদের মূল্যায়ন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর