আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলকে তিন বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এই তিন বার্তার মধ্যে রয়েছে, আগামী মার্চ মাসে জেলা-উপজেলায় সম্মেলন করা যাবে না, অধীনস্থ কমিটি বাতিল, কিংবা কাউকে বহিষ্কার করা যাবে না। একই সঙ্গে আসন্ন জেলা-উপজেলা সম্মেলনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। গতকাল দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ যৌথসভায় এমন নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজন শুরু হবে মার্চ মাসের ১৭ তারিখ থেকে। এতে দলীয়ভাবে আওয়ামী লীগের নানা কর্মসূচি ও তার প্রস্তুতির ব্যাপার আছে। তাই মার্চ মাসে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে পুনরায় সারা দেশে সম্মেলনের কার্যক্রম শুরু করা হবে। এর আগে আওয়ামী লীগের দফতর থেকে ৬ মার্চের মধ্যে সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নের কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মার্চ মাসের মধ্যে আওয়ামী লীগের পূর্বের নির্দেশ অনুযায়ী রাজশাহী বিভাগের তিনটি জেলা ও অন্য পাঁচটি জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া সভায় জেলার আগে ইউনিয়ন ও উপজেলা কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সূত্রমতে সভায় বক্তারা বলেন, কমিটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজের লোককে কমিটিতে এনে কোনো সিন্ডিকেট তৈরি করলে তার ফল ভালো হবে না বলেও সভায় হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় আসা নেতাদেরকে তাদের এলাকায় কমিটি কতদিন হয়েছে? কমিটি দিতে কেন দেরি হয়েছে? কমিটি দিতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? এসব বিষয়ে প্রশ্ন করেন। জবাবে সভায় আগত নেতারা এসব বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
তৃণমূল আওয়ামী লীগে তিন বার্তা
মার্চে কোনো সম্মেলন নয় । কমিটি বাতিল করা যাবে না । ত্যাগীদের মূল্যায়ন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর