আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলকে তিন বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এই তিন বার্তার মধ্যে রয়েছে, আগামী মার্চ মাসে জেলা-উপজেলায় সম্মেলন করা যাবে না, অধীনস্থ কমিটি বাতিল, কিংবা কাউকে বহিষ্কার করা যাবে না। একই সঙ্গে আসন্ন জেলা-উপজেলা সম্মেলনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। গতকাল দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ যৌথসভায় এমন নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজন শুরু হবে মার্চ মাসের ১৭ তারিখ থেকে। এতে দলীয়ভাবে আওয়ামী লীগের নানা কর্মসূচি ও তার প্রস্তুতির ব্যাপার আছে। তাই মার্চ মাসে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে পুনরায় সারা দেশে সম্মেলনের কার্যক্রম শুরু করা হবে। এর আগে আওয়ামী লীগের দফতর থেকে ৬ মার্চের মধ্যে সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নের কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মার্চ মাসের মধ্যে আওয়ামী লীগের পূর্বের নির্দেশ অনুযায়ী রাজশাহী বিভাগের তিনটি জেলা ও অন্য পাঁচটি জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া সভায় জেলার আগে ইউনিয়ন ও উপজেলা কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সূত্রমতে সভায় বক্তারা বলেন, কমিটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজের লোককে কমিটিতে এনে কোনো সিন্ডিকেট তৈরি করলে তার ফল ভালো হবে না বলেও সভায় হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় আসা নেতাদেরকে তাদের এলাকায় কমিটি কতদিন হয়েছে? কমিটি দিতে কেন দেরি হয়েছে? কমিটি দিতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? এসব বিষয়ে প্রশ্ন করেন। জবাবে সভায় আগত নেতারা এসব বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন।
শিরোনাম
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- ঝিনাইদহে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
- জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন
- শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি কাতারের
- ভাগ্নের বিরুদ্ধে মামাকে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ
- চাকসু নির্বাচন: ছাত্রদলের আবেদনে মনোনয়নের সময় একদিন বাড়াল কমিশন
- ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
- নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার
- দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ও সড়ক অবরোধ
তৃণমূল আওয়ামী লীগে তিন বার্তা
মার্চে কোনো সম্মেলন নয় । কমিটি বাতিল করা যাবে না । ত্যাগীদের মূল্যায়ন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর