আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলকে তিন বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এই তিন বার্তার মধ্যে রয়েছে, আগামী মার্চ মাসে জেলা-উপজেলায় সম্মেলন করা যাবে না, অধীনস্থ কমিটি বাতিল, কিংবা কাউকে বহিষ্কার করা যাবে না। একই সঙ্গে আসন্ন জেলা-উপজেলা সম্মেলনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। গতকাল দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ যৌথসভায় এমন নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজন শুরু হবে মার্চ মাসের ১৭ তারিখ থেকে। এতে দলীয়ভাবে আওয়ামী লীগের নানা কর্মসূচি ও তার প্রস্তুতির ব্যাপার আছে। তাই মার্চ মাসে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে পুনরায় সারা দেশে সম্মেলনের কার্যক্রম শুরু করা হবে। এর আগে আওয়ামী লীগের দফতর থেকে ৬ মার্চের মধ্যে সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নের কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মার্চ মাসের মধ্যে আওয়ামী লীগের পূর্বের নির্দেশ অনুযায়ী রাজশাহী বিভাগের তিনটি জেলা ও অন্য পাঁচটি জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া সভায় জেলার আগে ইউনিয়ন ও উপজেলা কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সূত্রমতে সভায় বক্তারা বলেন, কমিটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজের লোককে কমিটিতে এনে কোনো সিন্ডিকেট তৈরি করলে তার ফল ভালো হবে না বলেও সভায় হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় আসা নেতাদেরকে তাদের এলাকায় কমিটি কতদিন হয়েছে? কমিটি দিতে কেন দেরি হয়েছে? কমিটি দিতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? এসব বিষয়ে প্রশ্ন করেন। জবাবে সভায় আগত নেতারা এসব বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন।
শিরোনাম
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
তৃণমূল আওয়ামী লীগে তিন বার্তা
মার্চে কোনো সম্মেলন নয় । কমিটি বাতিল করা যাবে না । ত্যাগীদের মূল্যায়ন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর