আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলকে তিন বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এই তিন বার্তার মধ্যে রয়েছে, আগামী মার্চ মাসে জেলা-উপজেলায় সম্মেলন করা যাবে না, অধীনস্থ কমিটি বাতিল, কিংবা কাউকে বহিষ্কার করা যাবে না। একই সঙ্গে আসন্ন জেলা-উপজেলা সম্মেলনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। গতকাল দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ যৌথসভায় এমন নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজন শুরু হবে মার্চ মাসের ১৭ তারিখ থেকে। এতে দলীয়ভাবে আওয়ামী লীগের নানা কর্মসূচি ও তার প্রস্তুতির ব্যাপার আছে। তাই মার্চ মাসে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে পুনরায় সারা দেশে সম্মেলনের কার্যক্রম শুরু করা হবে। এর আগে আওয়ামী লীগের দফতর থেকে ৬ মার্চের মধ্যে সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নের কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মার্চ মাসের মধ্যে আওয়ামী লীগের পূর্বের নির্দেশ অনুযায়ী রাজশাহী বিভাগের তিনটি জেলা ও অন্য পাঁচটি জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া সভায় জেলার আগে ইউনিয়ন ও উপজেলা কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সূত্রমতে সভায় বক্তারা বলেন, কমিটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজের লোককে কমিটিতে এনে কোনো সিন্ডিকেট তৈরি করলে তার ফল ভালো হবে না বলেও সভায় হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় আসা নেতাদেরকে তাদের এলাকায় কমিটি কতদিন হয়েছে? কমিটি দিতে কেন দেরি হয়েছে? কমিটি দিতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? এসব বিষয়ে প্রশ্ন করেন। জবাবে সভায় আগত নেতারা এসব বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন।
শিরোনাম
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
তৃণমূল আওয়ামী লীগে তিন বার্তা
মার্চে কোনো সম্মেলন নয় । কমিটি বাতিল করা যাবে না । ত্যাগীদের মূল্যায়ন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর