বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যু

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই। দেশটির রাজধানী কায়রোর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। মিসরে গণঅভ্যুত্থানের আগে তিনি প্রায় তিন দশক দেশটির ক্ষমতায় ছিলেন। ২০১১ সালে সেনাবাহিনীর হাতে তিনি ক্ষমতা হারান। মিসরের উত্তরাঞ্চলে কাফর আল মেসেলহায় ১৯২৮ সালের ৪ মে জন্ম নেওয়া হোসনি মোবারকও সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। বিবিসি। দরিদ্র পরিবার থেকে উঠে আসা হোসনি মোবারক ১৯৪৯ সালে মিসরের মিলিটারি একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করেন। পরে বিমান বাহিনীতে বদলি হয়ে ’৫০ সালে কমিশনপ্রাপ্ত হন। ’৭২ সালে তিনি বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেন। মূলত বিমানবাহিনী প্রধান ও প্রতিরক্ষাবিষয়ক ডেপুটি মিনিস্টার হওয়ার পরই তাঁর নাম ছড়িয়ে পড়ে। ’৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের শুরুতে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার তিনিই ছিলেন পরিকল্পনাকারী। ’৭৫ সালে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তাকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেন। ’৮১ সালে আনোয়ার সাদাত সামরিক বাহিনীর হাতেই নিহত ও হোসনি মোবারক আহত হন। পরে জাতীয় গণভোটে হোসনি মোবারক প্রেসিডেন্ট হন যেখানে তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০১১ সালে আরব বসন্তের ঢেউ লাগে মিসরে এবং একপর্যায়ে সরে দাঁড়াতে বাধ্য হন মোবারক। ২০১২ সালে যাবজ্জীবন দ- হয় তাঁর। ২০১৭ সালে মিসরের সর্বোচ্চ আদালত তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় এবং তিনি মুক্তি পান।

সর্বশেষ খবর