শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

‘থ্যাংক ইউ ক্যাপ্টেন’

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ক্রিকেট আজ যে উচ্চতায়, নিশ্চিত করেই তার পুরো কৃতিত্ব মাশরাফি বিন মর্তুজার। গতকাল সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি তার শেষ ম্যাচ খেলেন। নেতৃত্বের বিদায়ী ম্যাচেও ছিলেন স্বকীয়তায় উজ্জ্বল। ক্রিকেটাররাও প্রিয় অধিনায়ককে বিদায়ী ম্যাচটি উপহার দিয়েছেন ১২৩ রানের বিশাল জয়ে। মাশরাফি তার অসাধারণ নেতৃত্বগুণে ৮৮ ম্যাচ নেতৃত্বে ৫০ জয় পেয়েছেন। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড। গতকাল প্রিয় অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে মাশরাফির ‘২’ নম্বর লেখা জার্সি পরেন সব ক্রিকেটার। জার্সির গায়ে লেখা ইংরেজি অক্ষরে ‘THANK YOU CAPTAIN’।

ম্যাচ শেষে শুধু ক্রিকেটাররা নন, স্টেডিয়ামে উপস্থিত ২০ হাজার দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান মাশরাফিকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রেস্ট উপহার দেন দেশের সেরা অধিনায়ককে। অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচ শেষে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘তাকে সর্বোচ্চ সম্মানটাই জানানো হয়েছে। নিশ্চিত করেই সে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যান্ড অ্যাম্বাসেডর।’ টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিযাদ বলেন, ‘ভাই, বন্ধু হিসেবে মাশরাফি ভাই একজন অসাধারণ। হৃদয়ের গভীর থেকে তাকে ধন্যবাদ জানাই।’ ১২৮ রানে নান্দনিক ইনিংস খেলা তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট আজকে এই পর্যায়ে আসার অন্যতম নায়ক মাশরাফি ভাই।’ ১৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা লিটন দাস বলেন, ‘সব সময় মাশরাফি ভাই সহায়তা করেছেন। তাকে সব সময়ই মিস করব।’           

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর