শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ০১ এপ্রিল, ২০২০ আপডেট:

সেনাবাহিনী র‌্যাব পুলিশের তৎপরতা অব্যাহত

বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
সেনাবাহিনী র‌্যাব পুলিশের তৎপরতা অব্যাহত

করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা ঠেকাতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে। তারা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, অযথা ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করা, যানবাহনে জীবাণুনাশক ওষুধ স্প্রে করাসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে কাজ করছে প্রশাসন। মাঠ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলায় জনসচেতনতা বাড়াতে চালাচ্ছেন প্রচারণা। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করা হচ্ছে খাদ্যসামগ্রী। করোনাভাইরাসের বিস্তার রোধে যান চলাচল ও দোকানপাট বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা-উপজেলায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করে নির্দেশনা দিচ্ছে স্থানীয় প্রশাসন। আর এই নির্দেশনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী। গতকাল সকালে বাঘা, চারঘাট ও পুঠিয়া উপজেলায় জনসচেতনতা বাড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকে প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী। বিকালে জেলার তানোর উপজেলা ও লক্ষ্মীপুরে প্রচারণা চালানো হয়। সেনাবাহিনীর রাজশাহীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল সাইদুল ইসলাম জানান, মাঠ প্রশাসনের পাশাপাশি তারা জনগণকে সচেতন করতে কাজ করছেন। এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেক দরিদ্র মানুষ কাজের সন্ধানে বাইরে আসতে পারছেন না। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেছেন জেলা প্রশাসক। সকালে পবা উপজেলায় দরিদ্র মানুষদের মধ্যে চাল বিতরণ করেন। জেলা প্রশাসক হামিদুল হক জানান, এ সময় সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।

সিলেট : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট বিভাগ চষে বেড়াচ্ছে সেনাবাহিনীর ২০টি টিম। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তারা ছুটছেন মানুষকে সচেতন করতে। লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়ে গতকাল সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় তারা মাইকিং করেছেন। এ ছাড়া রাস্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জীবাণুনাশক ছিটাতে দেখা গেছে সেনাসদস্যদের। এ ছাড়া নগর ও নগরের বাইরে সেনাসদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে জনগণকে উদ্বুদ্ধ করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সেবার বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে তাদের সামাজিক দূরত্ব চিহ্নিত করে দাগ দিতে দেখা যায়। গতকাল সিলেটের কয়েকটি চা-বাগান এলাকা পরিদর্শনে যান সেনাসদস্যরা। এ সময় তারা চা-শ্রমিকদের করোনাভাইরাস থেকে রক্ষা পেতে কী কী করতে হবে তা বুঝিয়ে বলেন। এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসফেরতদের বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ নেন।

বগুড়া : জেলা পুলিশের উদ্যোগে দূরপাল্লাসহ সব ধরনরে যানবাহনে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে। গতকাল দুপুরে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো হয়। বগুড়া জেলা শহরের প্রবেশদ্বারে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। পুলিশ সদস্যরা এ সময় মহাসড়কে চলাচলকারী সব যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেন। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকাসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া বগুড়ার নন্দীগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট বসানোয় তা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। আইন অমান্য করে দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানে ১১ হাজার ও চায়ের দোকানে আড্ডা দেওয়ায় দুজনকে ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলার ২৩টি ও পৌরসভার তিনটি সাপ্তাহিক হাট গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। এদিকে গতকাল সকালে পৌর শহরে নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট বসানো হয়। কাঁচাবাজারসহ নিত্যপণ্য কিনতে শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়েন। বেড়ে যায় জনসমাগম। পরে সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার থানা পুলিশের সহযোগিতায় নিয়ে হাট ভেঙে দেন। এ ছাড়া জনসমাবেশ ঠেকাতে প্রশাসনের ঘোষিত আইন অমান্য করে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় দোকান খোলা রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা ও কুন্দারহাটে চায়ের দোকানে আড্ডা দেওয়ায় দুজনকে ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার জানান, নিষেধাজ্ঞার পরও সাপ্তাহিক হাট বসার কারণে হাট ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া আইন অমান্য করে দোকান খোলা রাখায় ও চায়ের দোকানে আড্ডা দেওয়ায় জরিমানা করা হয়েছে। ঘরে বসে থাকা কর্মহীন, অসহায়, বৃদ্ধ ও গরিবদের মধ্যে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গতকাল জেলার বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্মহীনদের মধ্যে এই খাদ্য বিতরণ করে। জেলা চালকল মালিক সমিতি ও জেলা খাদ্য বিভাগের কর্মকর্তার উদ্যোগে ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের জন্য ৫০ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের কাছে হস্তান্তর করা হয়। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং চালকল মালিকদের উদ্যোগে এই ত্রাণ জেলা প্রশাসকের কাছে বিতরণের জন্য দেওয়া হয়।  বগুড়ার সমাজসেবক মেসার্স শুকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল মান্নান আকন্দ জানান, ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিদিনই এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। সোমবার ও গতকাল মঙ্গলবার সকালে বেশ কিছু শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। পত্রিকা বিক্রেতা, সাংস্কৃতিক অঙ্গনের সহযোগী শ্রমিক, কাঠশ্রমিক, রিকশাশ্রমিক, সেলাইশ্রমিক, বয়স্ক নাট্যকর্মীসহ বিভিন্ন শ্রমিকের মধ্যে তিনি এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া কিছু সাংস্কৃতিক কর্মীর মধ্যে চাল বিতরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল সকালে জেলা শহরের সাতমাথায় বগুড়া সদর উপজেলা পরিষদের সহযোগিতায় কর্মহীন ও অসহায় হয়ে পড়া কিছু যন্ত্রশিল্পী, বাউলশিল্পীসহ ৩০ জন সাংস্কৃতিক কর্মীর মধ্যে এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ুথ কয়ারের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু, জোটের সহ-সভাপতি মতিয়ার রহমান, আসাদ হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দফতর সম্পাদক এইচ আলিম। ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, বগুড়া রাজাবার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল কুমার রাজ, বগুড়া কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন কর্মহীন হয়ে পড়া মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।

নোয়াখালী : নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, অযথা ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থান করাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী। গতকাল দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আরেফীন, ১৬ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল উজ্জ্বল আহমেদ ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। বেলা দেড়টার দিকে জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় প্রধান সড়কের পাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট দূরত্বের চিহ্ন এঁকে দেওয়া হয়। এ সময় শহরে চলাচলকারী গাড়িতে জীবাণুনাশক ছিটানো, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া হ্যান্ডমাইকের মাধ্যমে সাধারণ মানুষকে অযথা বাইরে না থেকে নিজ নিজ ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়।

কুষ্টিয়া : সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে এসে আড্ডা দেওয়া ও মাঠে-ঘাটে ঘুরে বেড়ানো মানুষকে ঘরে ফেরাতে কুমারখালীতে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতা কর্মসূচির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম উপজেলার বাটিকারা, তারাপুর মোড়, মহেন্দ্রপুর বাজার ও হাশিমপুর বাজার এলাকার রাস্তায় রাস্তায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে বাজারের দোকান খোলা রাখায়, মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোয় এবং গণজমায়েত করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি মামলায় প্রায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে নন্দলালপুর, কয়া ও শিলাইদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতা কর্মসূচির আওতায় রাস্তায় রাস্তায় প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কিত প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় গণজমায়েত, পাড়া-মহল্লার দোকানে আড্ডা, মাঠে শিশু-কিশোরদের ক্রিকেট খেলা, মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী আরোহণ ও পদ্মা নদীতে অবৈধভাবে যাত্রীদের চলাচল করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গ্রামের দোকানে বসে আড্ডা দেওয়া ও চায়ের দোকান খোলা রাখায় ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর : হোম কোয়ারেন্টাইন না মানায় গাংনীতে দুই প্রবাসীর অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদ- আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান জানান, গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা তার বাড়ি থেকে লাল পতাকা খুলে রাখা ও একই গ্রামের সৌদি প্রবাসী জিল্লুর রহমান নিরুদ্দেশ হওয়ায় তাদের পরিবারের কাছ থেকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিশ্বনাথ (সিলেট) : করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী। সংকট মোকাবিলায় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা। সামাজিক দূরত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। হ্যান্ডমাইকে জানাচ্ছেন অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকতে। চায়ের দোকানে আড্ডা না দিতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় দায়িত্ব পালন করতে দেখা যায় সেনাসদস্যদের। সেনাসদস্যদের বিভিন্ন ইউনিট পালা করে সচেতনতামূলক এ কার্যক্রম অব্যাহত রাখছে। ফরিদপুর : করোনাভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় না রেখে জনসমাগম করায় সাতজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান টুটুল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সোমবার রাতে জনসমাগম রোধে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ভাওয়াল এলাকার কামরুল ইসলাম, নারানদিয়া বাজারে মংরেজ, মাঝারদিয়া বাজারে আনিস, বাংরাইল মোড়ে হাফিজুর রহমান ও চান্দাখোলা বাজারের মনির হোসেনসহ প্রত্যেককে ৫০০ টাকা এবং চান্দাখোলা স্ট্যান্ডের দোকানদার হাই মোল্যা ও মিরাজ মোল্যাকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মেহেরপুর : করোনাভাইরাস প্রতিরোধে লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দীনের নেতৃত্বে সেনাবাহিনী মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে কাজ করছে। ইতিমধ্যে জনসাধারণকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীসহ  মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে গণসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। জেলা ও থানা সদরের প্রধান প্রধান সড়কে জনসচেতনতামূলক প্লাকার্ড নিয়ে র‌্যালি করছে। জেলার তিনটি থানার বিভিন্ন প্রান্তে সেনাবাহিনীর টহল জোরদার রেখেছে। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি নিয়মিতভাবে পরিদর্শন করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছেন তারা।

কিশোরগঞ্জ : কটিয়াদীতে ফার্মেসি অপরিষ্কার রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে প্রতারণার সময় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে ওই তিন প্রতারককে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন ঢাকার উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকার অজয় চন্দ্র ব্যানার্জির মেয়ে সাবরিন সুলতানা এ্যানি। তিনি নিজেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন। অপর দুজন কটিয়াদী উপজেলার চাতল গ্রামের মনসুর উদ্দিনের ছেলে এস এম আব্বাস ও একই উপজেলার রাসেল।

পাবনা : গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধের কারণে দুর্ভোগের শিকার দিনমজুর ও শ্রমিকদের মধ্যে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ করা হচ্ছে খাদ্যসামগ্রী। গতকাল দুপুরে সদর উপজেলার দ্বীপচর-বাঁধের রাস্তার পাশে বসবাসরত পরিবারগুলোর মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।

বাগেরহাট : করোনা প্রতিরোধে বাগেরহাট পৌরসভায় গৃহবন্দী কর্মহীন চার হাজার দরিদ্র পরিবারকে সরকার ও পৌরসভার নিজস্ব তহবিল থেকে দেওয়া খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এসব খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও একটি করে সাবান রয়েছে। গতকাল দুপুরে এসব খাদ্য সহায়তার ৪ হাজার প্যাকেট বাগেরহাট পৌরসভার বস্তিবাসীদের মধ্যে বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মানুনুর রশীদ। বাগেরহাট পৌরসভার বস্তিতে খাদ্যসামগ্রী বিতরণকালে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান, প্যানেল মেয়র আবদুল বাকী তালুকদার, আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলামসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

চাঁদপুর : করোনাভাইরাস প্রতিরোধের এই সময়ে হতদরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবীদের মধ্যে ৩০০ জনকে প্রতিদিন দুপুরের খাবারের ব্যবস্থা করল চাঁদপুরের জেলা প্রশাসন। সোমবার দুপুর থেকে এই খাবার দেওয়া হচ্ছে। গতকাল দুপুরে শহরের আল-আরাফ হোটেল, চাঁদপুর হোটেল ও নতুনবাজার ক্যাফে ঝিলে এই খাবারের আয়োজন করা হয়। হতদরিদ্ররা হোটেলের টেবিলে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। হোটেলে খাবার পরিবেশন পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ প্রশাসনের কর্মকর্তারা। অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ জামান বলেন, জেলা প্রশাসনের ভিক্ষুকমুক্ত তহবিলের অর্থায়নে করোনা প্রতিরোধকালীন ক্ষতিগ্রস্ত ও খেটে খাওয়া মানুষদের প্রতিদিন একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের মধ্যে থাকছে রুটি/ভাত, তরকারি, ডাল ও সবজি। ভাইরাস প্রতিরোধকালীন খাবার বিতরণ অব্যাহত থাকবে।

গোপালগঞ্জ : করোনাভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে বেদেপল্লীতে গিয়ে তাদের ঘুম থেকে তুলে খাদ্যসামগ্রী হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মাহফুজুর রহমান। সোমবার দিবাগত রাতে তিনি তারাশী ও ঘাঘরকান্দা বেদেপল্লীতে গিয়ে ১৬ জন বেদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা পেয়ে বেদেপল্লীতে বসবাসকারীরা খুব খুশি হন। তারা বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ঘরে অবস্থান করছেন। তাদের কোনো আয়-রোজগার না হওয়ায় আর্থিক অনটনের মধ্যে ছিলেন। সরকারি খাদ্য সহায়তা পেয়ে আমাদের সে সমস্যা দূর হয়েছে।’ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মাহফুজুর রহমান বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সরকার সবাইকে ঘরে থাকতে বলেছে। ফলে ভাসমান দোকানদার, ভ্যানচালক, দিনমজুর, ভিক্ষুক, বেদে সম্প্রদায়ের লোকজন বেকার হয়ে পড়েছেন। তাদের কোনো আয়ের পথ নেই। তাই আমরা সরকারের পক্ষ থেকে প্রথম ধাপে সাড়ে ৩০০ অতিদরিদ্র পরিবারের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করব। এরই অংশ হিসেবে আমরা এই ১৬ জন বেদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’

ঝালকাঠি : ঝালকাঠিতে সেনাবাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। করোনাভাইরাস যাতে না ছড়াতে পারে এজন্য মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হচ্ছে। জরুরি কোনো প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না। পুলিশ, র‌্যাবসহ অনান্য নিরাপত্তা বাহিনীর মতো র‌্যাবও শহরের সড়কে মহড়া দিচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায় টহল দিয়ে মানুষকে সচেতন করছেন তারা। ঝালকাঠিতে কোনো ক্যাম্প না থাকলেও প্রতিদিনই লেবুখালী সেনাক্যাম্প থেকে সেনাসদস্যরা এসে শহরের বিভিন্ন অলিগলিতে গিয়ে মানুষকে ঘরে থাকতে বাধ্য করছেন। তারা জেলা প্রশাসনকে সহায়তা করছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে রবি ও সোমবার শাহীনবাগ, বালুরঘাট, মানিকদী, বারনটেক, আজিজ মার্কেটসহ বিভিন্ন এলাকার দরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে ৫ কেজি চাল, দেড় কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২টি সাবান-সংবলিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে। সমুদ্র ও উপকূলীয় নদ-নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্ক ও তাদের পরিবারকে সচেতন করার কাজে নিয়োজিত রয়েছে নৌবাহিনীর ৯টি জাহাজ। নৌবাহিনীর সদস্যরা এসব ছোট-বড় ট্রলার ও মাছ ধরার নৌকায় নিয়োজিত জেলেদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ রোধে নিয়মিত মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি তাদের পরিবারের মধ্যে সচেতনতা তৈরির বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হচ্ছে। জেলেদের সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক ও জীবাণুনাশক সাবান প্রদান করা হচ্ছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গরিব ও দুস্থদের চাল, ডালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী প্রদান করা হচ্ছে। জেলেদের সচেতনতা তৈরির লক্ষ্যে গভীর সমুদ্রের সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু ও নির্মূল, কক্সবাজারে বানৌজা নির্ভয়, কুতুবদিয়ায় বানৌজা সৈকত, পাথরঘাটায় বানৌজা পদ¥া, বরগুনায় এলসিটি ১০৪, ভাসানচরে এলসিইউ ০৩, পায়রা বন্দরের ধলেশ্বরী এবং চঁাঁদপুরে তিস্তায় নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্টসমূহ নিয়োজিত আছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্টসমূহের এই সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

এই বিভাগের আরও খবর
দেশে অ্যান্টিভেনম তৈরিতে সাফল্য
দেশে অ্যান্টিভেনম তৈরিতে সাফল্য
আন্তর্জাতিক আদালতে এস আলম গ্রুপ
আন্তর্জাতিক আদালতে এস আলম গ্রুপ
আগে গণভোটের বাস্তবতা নেই
আগে গণভোটের বাস্তবতা নেই
কর্মীদের বিরত রাখতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের
কর্মীদের বিরত রাখতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের
সচিবদের সঙ্গে ইসির বৈঠকে দুই ডজন ইস্যু
সচিবদের সঙ্গে ইসির বৈঠকে দুই ডজন ইস্যু
সুপারিশ নিয়ে ক্ষুব্ধ বিএনপি
সুপারিশ নিয়ে ক্ষুব্ধ বিএনপি
বিতর্ক নির্বাহী আদেশ ও অধ্যাদেশ নিয়ে
বিতর্ক নির্বাহী আদেশ ও অধ্যাদেশ নিয়ে
ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের
ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের
ইসি পুনর্গঠন করতে হবে
ইসি পুনর্গঠন করতে হবে
পক্ষপাত আশা করি না
পক্ষপাত আশা করি না
বাংলাদেশ-চীন সম্পর্ক কী হবে, তৃতীয় কেউ ঠিক করবে না
বাংলাদেশ-চীন সম্পর্ক কী হবে, তৃতীয় কেউ ঠিক করবে না
গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দেওয়ায় উদ্বেগ
গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দেওয়ায় উদ্বেগ
সর্বশেষ খবর
বাকশাল বিলুপ্ত করে হাসিনা তার পিতার সঙ্গে বেঈমানি করেছেন : তৃপ্তি
বাকশাল বিলুপ্ত করে হাসিনা তার পিতার সঙ্গে বেঈমানি করেছেন : তৃপ্তি

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

লালমনিরহাট সীমান্তে ভারতীয় গরু ও বিপুল মাদকদ্রব্য জব্দ
লালমনিরহাট সীমান্তে ভারতীয় গরু ও বিপুল মাদকদ্রব্য জব্দ

৫ মিনিট আগে | দেশগ্রাম

‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’

৭ মিনিট আগে | রাজনীতি

নতুন অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের অনুমোদন
নতুন অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের অনুমোদন

১২ মিনিট আগে | জাতীয়

পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে

২০ মিনিট আগে | শোবিজ

‘এসআইআর’ আতঙ্কে প্রাণ গেল আরও এক ব্যক্তির, মেয়ের বাসা থেকে উদ্ধার ঝুলন্ত লাশ
‘এসআইআর’ আতঙ্কে প্রাণ গেল আরও এক ব্যক্তির, মেয়ের বাসা থেকে উদ্ধার ঝুলন্ত লাশ

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জামালপুরে অপহরণের ৯ ঘণ্টা পর নারীকে উদ্ধার করল পুলিশ
জামালপুরে অপহরণের ৯ ঘণ্টা পর নারীকে উদ্ধার করল পুলিশ

২৫ মিনিট আগে | দেশগ্রাম

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের

৩৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা

৪৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়াকে শক্তিশালী করার আহ্বান
ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়াকে শক্তিশালী করার আহ্বান

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

ফেনীতে র‌্যাব পরিচয়ে ব্যাংক কর্মকর্তার ৮ লাখ টাকা ছিনতাই
ফেনীতে র‌্যাব পরিচয়ে ব্যাংক কর্মকর্তার ৮ লাখ টাকা ছিনতাই

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালন
ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালন

৫১ মিনিট আগে | দেশগ্রাম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনসহ চারজন গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনসহ চারজন গ্রেপ্তার

৫৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত

৫৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকবে ছাত্রদল’
‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকবে ছাত্রদল’

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ঢাক-ঢোলের তালে নৌকা বাইচে হাজারো দর্শকের ঢল
ঢাক-ঢোলের তালে নৌকা বাইচে হাজারো দর্শকের ঢল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান

১ ঘণ্টা আগে | জাতীয়

সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কারাগারে সাবেক পুলিশ কমিশনার সাইফুল
কারাগারে সাবেক পুলিশ কমিশনার সাইফুল

১ ঘণ্টা আগে | জাতীয়

তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাবি’র অধ্যাপক নাহরিন ইসলামকে হুমকি গণতান্ত্রিক চেতনার বিরোধী
জাবি’র অধ্যাপক নাহরিন ইসলামকে হুমকি গণতান্ত্রিক চেতনার বিরোধী

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সাবেক এমপি নদভীসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক এমপি নদভীসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিইউএফটিতে ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন’ সলিডারিটি ইভেন্ট অনুষ্ঠিত
বিইউএফটিতে ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন’ সলিডারিটি ইভেন্ট অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ভাঙছে শত বছরের প্রথা
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ভাঙছে শত বছরের প্রথা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোটের দুই দিন আগে স্থগিত চট্টগ্রাম চেম্বার নির্বাচন
ভোটের দুই দিন আগে স্থগিত চট্টগ্রাম চেম্বার নির্বাচন

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

১ ঘণ্টা আগে | জাতীয়

রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ভাঙ্গায় এবার তিনি দিলেন এক টাকা কেজি গরুর মাংস!
ভাঙ্গায় এবার তিনি দিলেন এক টাকা কেজি গরুর মাংস!

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা কলি
নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা কলি

৫ ঘণ্টা আগে | জাতীয়

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

এ কে আজাদরা আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী
এ কে আজাদরা আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী

১৯ ঘণ্টা আগে | জাতীয়

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ

২২ ঘণ্টা আগে | নগর জীবন

অচিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ?
অচিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমপিওভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার টাকার প্রস্তাব
এমপিওভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার টাকার প্রস্তাব

৫ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন স্বর্ণ রাখে?
বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন স্বর্ণ রাখে?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন আজাদের স্ত্রী পিয়া
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন আজাদের স্ত্রী পিয়া

৫ ঘণ্টা আগে | জাতীয়

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, যেভাবে জানবেন বৈধ কি না
১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, যেভাবে জানবেন বৈধ কি না

৯ ঘণ্টা আগে | জাতীয়

পল্লীকবির জমি দখলের অভিযোগ এ কে আজাদ ও তার ভাইয়ের বিরুদ্ধে
পল্লীকবির জমি দখলের অভিযোগ এ কে আজাদ ও তার ভাইয়ের বিরুদ্ধে

১৯ ঘণ্টা আগে | জাতীয়

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা
ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

১১ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

ডিসেম্বরের মধ্যে খাদ্যসংকটে পড়তে যাচ্ছে দেশের দেড় কোটি মানুষ
ডিসেম্বরের মধ্যে খাদ্যসংকটে পড়তে যাচ্ছে দেশের দেড় কোটি মানুষ

৮ ঘণ্টা আগে | জাতীয়

প্রতারণা করেছে ঐক্য কমিশন
প্রতারণা করেছে ঐক্য কমিশন

২১ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বব্যাপী কাল মুক্তি পাচ্ছে ‘বাহুবলী : দ্য এপিক’
বিশ্বব্যাপী কাল মুক্তি পাচ্ছে ‘বাহুবলী : দ্য এপিক’

৬ ঘণ্টা আগে | শোবিজ

বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে: রিজভী
বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে: রিজভী

৬ ঘণ্টা আগে | রাজনীতি

কেন ফিলিস্তিনিদের জলপাই গাছ ধ্বংস করছে ইসরায়েলিরা?
কেন ফিলিস্তিনিদের জলপাই গাছ ধ্বংস করছে ইসরায়েলিরা?

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নভেম্বরে গণভোট চায় জামায়াতসহ আট দল
নভেম্বরে গণভোট চায় জামায়াতসহ আট দল

৭ ঘণ্টা আগে | জাতীয়

রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১২ ঘণ্টা আগে | নগর জীবন

পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল

৭ ঘণ্টা আগে | রাজনীতি

প্রয়োজন হলে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে : ইসি সচিব
প্রয়োজন হলে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে : ইসি সচিব

২ ঘণ্টা আগে | জাতীয়

বর্জ্য থেকে গ্রিন ডিজেল ও এভিয়েশন ফুয়েল উৎপাদন করবে চসিক
বর্জ্য থেকে গ্রিন ডিজেল ও এভিয়েশন ফুয়েল উৎপাদন করবে চসিক

২১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বার্তা
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বার্তা

৮ ঘণ্টা আগে | রাজনীতি

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা
দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা

৩ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত ১৩২
ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত ১৩২

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল: নবীউল্লাহ নবী
নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল: নবীউল্লাহ নবী

২০ ঘণ্টা আগে | রাজনীতি

ব্রাজিলে লাশের স্তুপ, আসলে কি ঘটছে?
ব্রাজিলে লাশের স্তুপ, আসলে কি ঘটছে?

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই’
‘এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই’

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে : শিক্ষা উপদেষ্টা
এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে : শিক্ষা উপদেষ্টা

৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
নির্বাচন নিয়ে সংকট
নির্বাচন নিয়ে সংকট

প্রথম পৃষ্ঠা

মোবাইল অ্যাপে ঋণের নামে প্রতারণা
মোবাইল অ্যাপে ঋণের নামে প্রতারণা

পেছনের পৃষ্ঠা

রেলের টিকিট নিয়ে নয়ছয়
রেলের টিকিট নিয়ে নয়ছয়

পেছনের পৃষ্ঠা

৩৭২ টন কোরবানির পশুর গোশত অনুদান দিল সৌদি আরব
৩৭২ টন কোরবানির পশুর গোশত অনুদান দিল সৌদি আরব

নগর জীবন

টেলিভিশনের প্রথম সুপারস্টার ফজলে লোহানী
টেলিভিশনের প্রথম সুপারস্টার ফজলে লোহানী

সম্পাদকীয়

জাগো বাহে, কোনঠে সবায়
জাগো বাহে, কোনঠে সবায়

সম্পাদকীয়

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল
নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল

নগর জীবন

বিশেষ চরিত্রে বড় শিল্পীরা
বিশেষ চরিত্রে বড় শিল্পীরা

শোবিজ

ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু আজ
ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু আজ

দেশগ্রাম

এভাবে আর কত দিন শুয়ে থাকব, মা!
এভাবে আর কত দিন শুয়ে থাকব, মা!

পেছনের পৃষ্ঠা

জুলাই সনদ কি নির্বাচন বানচালে সুশীলদের অস্ত্র?
জুলাই সনদ কি নির্বাচন বানচালে সুশীলদের অস্ত্র?

প্রথম পৃষ্ঠা

টাকা পাচারের নতুন গন্তব্য
টাকা পাচারের নতুন গন্তব্য

প্রথম পৃষ্ঠা

ছয় আসন চেয়ে বিএনপির কাছে চিঠি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির
ছয় আসন চেয়ে বিএনপির কাছে চিঠি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির

নগর জীবন

খুলনায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি
খুলনায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি

নগর জীবন

উদ্ধার গুলির পেছনে ইংরেজিতে লেখা ৭.৬২
উদ্ধার গুলির পেছনে ইংরেজিতে লেখা ৭.৬২

পেছনের পৃষ্ঠা

রাশমিকার গোপন বাগদান
রাশমিকার গোপন বাগদান

শোবিজ

ভিটামিন ডি-এর ঘাটতি ডেকে আনছে বিপদ
ভিটামিন ডি-এর ঘাটতি ডেকে আনছে বিপদ

নগর জীবন

শক্ত অবস্থানে বিএনপি আত্মবিশ্বাসী অন্যরা
শক্ত অবস্থানে বিএনপি আত্মবিশ্বাসী অন্যরা

নগর জীবন

বাংলাদেশ-চীন সম্পর্ক কী হবে, তৃতীয় কেউ ঠিক করবে না
বাংলাদেশ-চীন সম্পর্ক কী হবে, তৃতীয় কেউ ঠিক করবে না

প্রথম পৃষ্ঠা

প্রেক্ষাপট উপস্থাপনায় জাকিয়া বারী মম
প্রেক্ষাপট উপস্থাপনায় জাকিয়া বারী মম

শোবিজ

চট্টগ্রামে আবুল খায়ের স্টিলের রিবার রোলিং মিল উদ্বোধন
চট্টগ্রামে আবুল খায়ের স্টিলের রিবার রোলিং মিল উদ্বোধন

নগর জীবন

ওটিটিতে পপি-রাজু
ওটিটিতে পপি-রাজু

শোবিজ

নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে
নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে

প্রথম পৃষ্ঠা

স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে সম্মাননা প্রদান
স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে সম্মাননা প্রদান

নগর জীবন

জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ঐকমত্য কমিশন : আমজনতার দল
জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ঐকমত্য কমিশন : আমজনতার দল

নগর জীবন

দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু
দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু

নগর জীবন

গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়
গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

নগর জীবন

ডেসকো পরিচালনা সভা
ডেসকো পরিচালনা সভা

নগর জীবন

মাঠ চষছেন বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী, অন্যরা এককভাবে
মাঠ চষছেন বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী, অন্যরা এককভাবে

নগর জীবন