নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন পর্যন্ত অধিকাংশ হাসপাতালেই প্রয়োজনীয় সুরক্ষা উপকরণের ঘাটতি রয়েছে। বেশ কয়েকটি ঘটনায় চিকিৎসকরা আক্রান্ত হওয়ায় তারা সেবা দিতে ভয় পাচ্ছেন। তাদের সঙ্গে আলোচনা করে হাসপাতালগুলোকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। যাতে করোনা আক্রান্ত রোগীসহ সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা বঞ্চিত না হন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, পত্রিকায় প্রকাশিত হয়েছে একজন রোগী ১৬ ঘণ্টা অ্যাম্বুলেন্সে থেকে ৬টি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত একরকম বিনা চিকিৎসায় মারা গেছেন। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে এখনই উদ্যোগ গ্রহণ করা উচিত। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, করোনার এই ভয়াবহ দুর্যোগের সময় আমরা কোনো রাজনীতি করতে চাই না। তবে সরকারের কাছে স্বচ্ছতার দাবি জানাই। সরকার নতুন করে ৭ দিন সাধারণ ছুটি বাড়িয়েছে। ইতালি যেখানে জানিয়েছে যে- সেদেশে সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে- সেখানে আমাদের সরকার দেশে করোনার সঠিক চিত্র আমাদের সামনে তুলে না ধরে সাধারণ ছুটির সময়সীমা বৃদ্ধি করেছে। এতে অন্তত এটা স্পষ্ট যে আমরা এখনো ঝুঁকির মধ্যে আছি। ছুটি বাড়ানো হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন কীভাবে পাবেন- তার সুনির্দিষ্ট কোনো ঘোষণা আমরা পাইনি। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী এবং আইইডিসিআরের পরিচালকের বক্তব্যেও ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী যেভাবে বলেছেন, করোনা নিয়ে পূর্ব-প্রস্তুতি থাকায় আমরা তা মোকাবিলা করতে পারছি। পর পর ২ দিন নতুন রোগী শনাক্ত না হওয়ার পর মীরজাদি সেব্রিনা বলেছেন, এতে নির্ভার হওয়া চলবে না। আমরা এখনো শঙ্কামুক্ত নই। পত্র-পত্রিকায় প্রতিদিন করোনার উপসর্গে মৃত্যুর অনেক খবর প্রকাশিত হচ্ছে। এখন পর্যন্ত দিনে ১০০ থেকে ১৫০ জনকে পরীক্ষা করা হচ্ছে। অথচ পরীক্ষা করানোর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করছেন, আইইডিসিআরসহ অন্যান্য হাসপাতালে ঘুরছেন। মান্না আরও বলেন, এত বড় বৈশ্বিক বিপর্যয় সামাজিকভাবে মোকাবিলা করা প্রয়োজন। নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে বিপদের দিকে ঠেলে দেবেন না। জনগণকে সঠিক তথ্য দিন। তিনি বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা রাজনৈতিক পক্ষ-প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগের মোকাবিলা করতে চাই। তবে এই মুহূর্তে প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণের। আর সেজন্য প্রয়োজন সরকারের ভুল পদক্ষেপগুলোকে চিহ্নিত করা। প্রয়োজন সামাজিক এবং রাজনৈতিকভাবে উদ্যোগ গ্রহণ করা, মানুষকে সচেতন করা, মানুষের মানবিক মূল্যবোধের বিকাশের উদ্যোগ গ্রহণ করা। এর মধ্যে বগুড়া, নওগাঁসহ বিভিন্ন জায়গায় করোনা রোগী সন্দেহে বিভিন্ন ব্যক্তির তাদের নিজেদের বাড়িতে বা হাসপাতালে স্থান হয়নি। তাদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। চিকিৎসা ছাড়াই তারা মৃত্যুবরণ করেছেন। যারা এই রোগীদের তাদের বাড়িতে পর্যন্ত ঢুকতে বাধা দিয়েছে, সরকারের উচিত সমাজের প্রভাব প্রতিপত্তি সম্পন্ন এসব ব্যক্তিদের চিহ্নিত করা। জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে মান্না বলেন, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না, একে অপরকে সহযোগিতা করুন। সামাজিক সচেতনতা বৃদ্ধি করুন। এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। আমরা আগেই বলেছি- সরকার এখন পর্যন্ত এই মানুষগুলোকে বাঁচানোর জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অথচ দেশের নিম্নআয়ের এই মানুষগুলোকে বাঁচানো, আর করোনা থেকে মানুষকে বাঁচানো সমান গুরুত্বপূর্ণ।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
হাসপাতালে সুরক্ষা উপকরণের ঘাটতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর