শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আলো জ্বেলে অন্ধকার রোখার ডাক

প্রতিদিন ডেস্ক

আলো জ্বেলে অন্ধকার রোখার ডাক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়ে আগামী রবিবার আলো জ্বেলে করোনা ভাইরাসের অন্ধকার রুখে দেওয়ার ডাক দিয়েছেন। সূত্র : আনন্দবাজার।

গতকাল সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘৫ এপ্রিল আপনাদের সবার কাছ থেকে ৯ মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওই দিন রাত ৯টায় ৯ মিনিটের জন্য সবার ঘরের আলো নিভিয়ে রাখুন। ওই সময় বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালান। তাও যদি না হয়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান।’ করোনাভাইরাসের কারণে যেভাবে দেশজুড়ে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে গত ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। ঠিক তার ৯ দিনের মাথায় ফের দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দিলেন মোদি। তিনি এ সময় বলেন, ‘লকডাউনের আজ নবম দিন। আপনারা যেভাবে সরকারকে সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়। সরকার, প্রশাসন এবং দেশবাসী সবাই মিলে যেভাবে এই সংকটময় পরিস্থিতিতে সামলানোর চেষ্টা করছেন- তা এককথায় অভূতপূর্ব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর