মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
বিজিএমইএ-বিকেএমইএ’র ঘোষণা

১৪ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার যৌথ ঘোষণা দিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ। গতকাল রাতে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমানের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করতে বলা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠানসমূহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের যাদের জরুরি রপ্তানি কার্যাদেশ রয়েছে এবং যে সব প্রতিষ্ঠান পিপিই, মাস্ক ইত্যাদি তৈরি করছে সে সব প্রতিষ্ঠান প্রয়োজনে খোলা রাখতে পারবে, তবে সে ক্ষেত্রে নিজ নিজ অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ), কলকারখানা পরিদর্শন অধিদফতর এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর