বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ফার্মেসির মধ্যেই ছটফট করতে করতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারায় গতকাল এক ব্যক্তি ওষুধ কিনতে এসে ফার্মেসির মধ্যেই ছটফট করতে করতে মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার সঙ্গে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে ধারণা করা হচ্ছে, তার হৃদযন্ত্রে সমস্যা ছিল এবং তার ওষুধই কিনতে গিয়েছিলেন তিনি। ওই ব্যক্তির নাম আবদুর রশিদ (৪৫)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। নতুন বাজার এলাকায় একটি কোম্পানিতে নিরাপত্তার কাজ করতেন তিনি। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওষুধ কিনতে এসে ফার্মেসিতে মারা যান রশিদ। দোকানদার জানিয়েছেন ওষুধ কিনতে এসেই ফ্লোরে পড়ে মারা যান রশিদ। রশিদ হার্টের ওষুধ কিনতে এসেছিলেন, তিনি হার্টের চিকিৎসক দেখিয়েছেন, সে রকম প্রেসক্রিপশনও (ব্যবস্থাপত্র) তার সঙ্গে ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নতুনবাজার ১০০ ফিটের ‘বিগ-ফার্মায়’ রশিদের মৃত্যুর এ ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে রশিদ কভিড-১৯ আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর