শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন তুলে নেওয়া আত্মঘাতী

-ডা. মুশতাক হোসেন

লকডাউন তুলে নেওয়া আত্মঘাতী

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেছেন, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে লকডাউন তুলে নেওয়ার এ সিদ্ধান্ত আত্মঘাতী। দরিদ্র মানুষের অর্থনৈতিক দুর্দশার জন্য যদি এ সিদ্ধান্ত হয়, তাহলে তাদের সমাজিক             সহায়তা দিতে হতো। স্বাস্থ্য পরীক্ষা কম হওয়ার কারণে মৃদু উপসর্গ থাকা ব্যক্তিরা শনাক্ত হচ্ছে না।

গতকাল ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এই সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অফিস যদি পুরোদমে চলে, তাহলে কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হবে। হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। এতে সংক্রামক ব্যাধি আরও ছড়ানোর সুযোগ তৈরি হয়। নিয়ম মেনে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান চালু রাখতে হতো। এরপর ধাপে ধাপে অন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো খুলতে হতো। কিন্তু তা না করে একবারে সবকিছু খুলে দিয়ে জনগণকে সচেতন থাকতে বলে সরকার দায় এড়াতে পারে না।

সর্বশেষ খবর