দেশজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে আরও প্রচার বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি বলেন, শুধু ভ্যাকসিন আসা পর্যন্ত নয়, এর পরও মাস্ক ব্যবহার করতে হবে। এ নিয়ে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ আরও বাড়াতে হবে। মাস্কের ব্যবহার বাড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু হয়েছে। জরিমানাও করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। দেশের অন্যতম এ ভাইরোলজিস্ট বলেন, এখনো রাস্তাঘাটে, বাজারে গেলে দেখা যায় অনেকেই মাস্ক পরছেন না। সামাজিক দূরত্বও বজায় রাখছেন না। তৃণমূলের অনেকেই মনে করেন করোনা বলতে কিছু নেই। কেউ মাস্ক পরলেও তা নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেন। কিন্তু এখন যেহেতু আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে তাই মাস্ক ব্যবহারসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ কমাতে সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম চালু করা যেতে পারে। যেমন কেউ মাস্ক না পরলে তার কাছে কোনো দোকানদার বা ব্যবসায়ী পণ্য বিক্রি করবেন না। মাস্ক না পরলে তাকে বাসে উঠতে দেওয়া হবে না। যদি কোনো দোকানদার মাস্ক ছাড়া কোনো লোকের কাছে পণ্য বিক্রি করেন তাহলে সেই দোকানদারকে জরিমানা করতে হবে। প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও করা যেতে পারে। তেমনি বাসে কোনো যাত্রী মাস্ক ছাড়া থাকলে সে বাসের হেলপার অথবা ড্রাইভারকে জরিমানা করা হবে। তাহলে হেলপার মাস্ক ছাড়া কোনো যাত্রী তুলবেন না। যাত্রীরা তখন বাধ্য হয়ে মাস্ক পরবেন। রাস্তাঘাটে মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে জরিমানা করতে হবে। এর ফলে সংক্রমণ আরও অনেক কমবে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
দেশজুড়ে প্রচার বাড়াতে হবে
-অধ্যাপক ডা. নজরুল ইসলাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর