দেশজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে আরও প্রচার বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি বলেন, শুধু ভ্যাকসিন আসা পর্যন্ত নয়, এর পরও মাস্ক ব্যবহার করতে হবে। এ নিয়ে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ আরও বাড়াতে হবে। মাস্কের ব্যবহার বাড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু হয়েছে। জরিমানাও করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। দেশের অন্যতম এ ভাইরোলজিস্ট বলেন, এখনো রাস্তাঘাটে, বাজারে গেলে দেখা যায় অনেকেই মাস্ক পরছেন না। সামাজিক দূরত্বও বজায় রাখছেন না। তৃণমূলের অনেকেই মনে করেন করোনা বলতে কিছু নেই। কেউ মাস্ক পরলেও তা নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেন। কিন্তু এখন যেহেতু আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে তাই মাস্ক ব্যবহারসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ কমাতে সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম চালু করা যেতে পারে। যেমন কেউ মাস্ক না পরলে তার কাছে কোনো দোকানদার বা ব্যবসায়ী পণ্য বিক্রি করবেন না। মাস্ক না পরলে তাকে বাসে উঠতে দেওয়া হবে না। যদি কোনো দোকানদার মাস্ক ছাড়া কোনো লোকের কাছে পণ্য বিক্রি করেন তাহলে সেই দোকানদারকে জরিমানা করতে হবে। প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও করা যেতে পারে। তেমনি বাসে কোনো যাত্রী মাস্ক ছাড়া থাকলে সে বাসের হেলপার অথবা ড্রাইভারকে জরিমানা করা হবে। তাহলে হেলপার মাস্ক ছাড়া কোনো যাত্রী তুলবেন না। যাত্রীরা তখন বাধ্য হয়ে মাস্ক পরবেন। রাস্তাঘাটে মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে জরিমানা করতে হবে। এর ফলে সংক্রমণ আরও অনেক কমবে।
শিরোনাম
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি