দেশজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে আরও প্রচার বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি বলেন, শুধু ভ্যাকসিন আসা পর্যন্ত নয়, এর পরও মাস্ক ব্যবহার করতে হবে। এ নিয়ে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ আরও বাড়াতে হবে। মাস্কের ব্যবহার বাড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু হয়েছে। জরিমানাও করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। দেশের অন্যতম এ ভাইরোলজিস্ট বলেন, এখনো রাস্তাঘাটে, বাজারে গেলে দেখা যায় অনেকেই মাস্ক পরছেন না। সামাজিক দূরত্বও বজায় রাখছেন না। তৃণমূলের অনেকেই মনে করেন করোনা বলতে কিছু নেই। কেউ মাস্ক পরলেও তা নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেন। কিন্তু এখন যেহেতু আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে তাই মাস্ক ব্যবহারসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ কমাতে সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম চালু করা যেতে পারে। যেমন কেউ মাস্ক না পরলে তার কাছে কোনো দোকানদার বা ব্যবসায়ী পণ্য বিক্রি করবেন না। মাস্ক না পরলে তাকে বাসে উঠতে দেওয়া হবে না। যদি কোনো দোকানদার মাস্ক ছাড়া কোনো লোকের কাছে পণ্য বিক্রি করেন তাহলে সেই দোকানদারকে জরিমানা করতে হবে। প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও করা যেতে পারে। তেমনি বাসে কোনো যাত্রী মাস্ক ছাড়া থাকলে সে বাসের হেলপার অথবা ড্রাইভারকে জরিমানা করা হবে। তাহলে হেলপার মাস্ক ছাড়া কোনো যাত্রী তুলবেন না। যাত্রীরা তখন বাধ্য হয়ে মাস্ক পরবেন। রাস্তাঘাটে মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে জরিমানা করতে হবে। এর ফলে সংক্রমণ আরও অনেক কমবে।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
দেশজুড়ে প্রচার বাড়াতে হবে
-অধ্যাপক ডা. নজরুল ইসলাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর