মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হেফাজত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর দাফন

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর তুরাগে আল্লামা কাসেমী প্রতিষ্ঠিত জামিয়া সুবহানিয়া মাহমুদনগর, ধউর, মাদরাসায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল সোয়া ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে লাখো মুসল্লির উপস্থিতিতে তাঁর নামাজে জানাজা সম্পন্ন হয়। মরহুমের ছোট ছেলে মুফতি জাবের কাসেমী জানাজায় ইমামতি করেন।

জানাজায় শীর্ষ আলেম ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, শায়খ জিয়াউদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুল হামিদ পীর, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মাহফুজুল হক রাহমানিয়া, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, আল্লামা কাসেমীর ছোট ভাই মাওলানা আবদুল কুদ্দুস ও মুফতি ইমরানুল বারী সিরাজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রমুখ। গত রবিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর