মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সময় না বাড়ালে আরও বেশি ক্ষতি হবে

-আসিফ ইব্রাহীম

সময় না বাড়ালে আরও বেশি ক্ষতি হবে

ঢাকা চেম্বার অব কমার্সের (ডিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীম বলেন, প্রণোদনা প্যাকেজের অর্থ পরিশোধের সময়সামী না বাড়ালে ব্যবসায়ীরা আরও বেশি ক্ষতির মুখে পড়বেন। কেননা প্রথম দফার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। এর    ফলে ইউরোপ-আমেরিকাজুড়ে লকডাউন শুরু হয়েছে। এমনকি আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ করে দিয়েছে এসব দেশ। ফলে এর একটা বড় প্রভাব পড়বে আমাদের রপ্তানি বাণিজ্যে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি ঋণের অর্থ (প্রণোদনা প্যাকেজ) ফেরতের সময়সীমা যেন অন্তত জুলাই পর্যন্ত বাড়ানো হয়। তবে এক বছর অর্থাৎ ডিসেম্বর-২০২১ পর্যন্ত বাড়ালে সবচেয়ে ভালো হয়। কেননা এখনো অনেক ব্যবসায়ী বা ব্যবসাপ্রতিষ্ঠান ঠিকমতো ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম দফার লোকসান কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে দ্বিতীয় দফার ভয়াবহতা শুরু হয়েছে। যদিও সরকারের তরফে আমরা এ ব্যাপারে তেমন কোনো রেসপন্স পাইনি। তবে আশা করা যায় সরকার এতে সাড়া দেবে। কেননা বর্তমান সরকার হচ্ছে ব্যবসাবান্ধব।

অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থেই সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। তা ছিল অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী। ফলে এর শতভাগ সুফল পেতে হলে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিকল্প নেই।

সর্বশেষ খবর