বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনেও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আধাবেলা জেলা ও ৯টি উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। অন্যদিকে ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : গতকাল সকাল ৯টার আগেই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির শত শত নেতা-কর্মী জেলা ও উপজেলার সব নির্বাচন কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে প্রধান গেট ঘিরে রেখে অবস্থান নেন। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেননি। আজও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আধাবেলা জেলা ও ৯টি উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান ধর্মঘটের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গা থানায় গত সোমবার দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে। গত মঙ্গলবার ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে ভাঙ্গা থানায় এ মামলাটি করেন। মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোকন মিয়াকে। মামলায় থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।