মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্যবসা-বাণিজ্যের স্বার্থে সরকার অবশ্যই ছাড় দেবে

-সফিকুল ইসলাম

ব্যবসা-বাণিজ্যের স্বার্থে সরকার অবশ্যই ছাড় দেবে

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, সরকার সব সময়ই তো ব্যবসা-বাণিজ্যের স্বার্থে ছাড় দিয়ে আসছে। সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সহায়তা দিয়ে আসছে। ফলে এবার আরও কিছুটা সময়                 তারা চাইছেন। আমার মনে হয় সরকার তা বিবেচনা করবে।

তিনি আরও বলেন, এসএমই উদ্যোক্তাদের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল প্রণোদনা প্যাকেজের আওতায় কিন্তু দুঃখজনক হলো তা থেকে মাত্র ৮ হাজার কোটি টাকা বিরতণ করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলেছি আরও কীভাবে কার্যকর ভূমিকা রাখা যয়। এসএমই উদ্যোক্তাদের জন্য উত্তম কিছু করা যায় কীভাবে তাও বলা হয়েছে। কয়েক দিন আগে মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। অর্থ বিভাগ ছিল এর আয়োজক। আমরা ছিলাম আমন্ত্রিত অতিথি। তারা আমাদের কথাগুলো শুনেছেন। সফিকুল ইসলাম বলেন, ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের ১৫ শতাংশ দেওয়ার কথা এসএমই খাতে কিন্তু দুঃখের বিষয় হলো মাত্র ৪ শতাংশ দেওয়া হচ্ছে। অথচ এসএমই ফাউন্ডেশনের অধীন সংস্থা বা প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মোট ঋণের ২৬ শতাংশ। ফলে ব্যাংকসহ ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

সর্বশেষ খবর