শিরোনাম
শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকা প্রদান সফলতার সঙ্গে শেষ হবে

নিজস্ব প্রতিবেদক

টিকা প্রদান সফলতার সঙ্গে শেষ হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা টিকা সংগ্রহ ও প্রদানের কাজ স্বচ্ছতা ও সফলতার সঙ্গে শেষ করা হবে। গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি। ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা টিকা নিয়ে বিএনপি আবারও অপপ্রচার শুরু করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনার তীর ছুড়ছে। জনকল্যাণে নিবেদিত সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা তাদের অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে। তিনি জনগণের উদ্দেশে বলেন, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি প্রো-অ্যাকটিভ নয়, তাদের রাজনীতি হচ্ছে রি-অ্যাকটিভ। বিএনপি নেতারা চারদিকে শুধু ধ্বংস দেখতে পান, সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পান না। আসলে বিএনপির দৃষ্টিশক্তিতে এখন শীতের ঘন কুয়াশা জমেছে। তাদের রাজনীতি এখন কুয়াশাচ্ছন্ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর